X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

৪০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে ইরান: রুহানি

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৯, ১৩:৪১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:৪৬
image

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে। তার দাবি, এ পরিস্থিতির জন্য ইরান সরকার নয়, যুক্তরাষ্ট্র সরকারই দায়ী। বুধবার (৩০ জানুয়ারি) রাজধানী তেহরানের অদূরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীর মাজার জিয়ারত করতে গিয়ে এসব কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও এর অনুসারী দেশগুলোর হুমকি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার জন্য নিজ দেশের জনগণের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

হাসান রুহানি
ইরানের সঙ্গে ছয় শক্তিধর দেশের স্বাক্ষরকৃত পারমাণবিক চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নতুন করে আরোপিত হয় মার্কিন নিষেধাজ্ঞা। এতে অর্থনৈতিক সংকটে পড়ে ইরান। ট্রাক চালক, কৃষক ও ব্যবসায়ীসহ দেশটির বিভিন্ন পেশার মানুষ রাস্তায় নেমে এর বিরুদ্ধে বিক্ষোভ করতে শুরু করে। এমনকি প্রায়ই বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হতেও দেখা যাচ্ছে।

বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দাবি করেন, এ অর্থনেতিক সংকটের জন্য ইরান সরকার নয়, যুক্তরাষ্ট্র দায়ী। তিনি বলেন,  ‘ইরান বর্তমানে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন অবরোধ ও চাপের মুখে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ চাইলে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারব।’  রুহানি আরও বলেন, ‘আজ গোটা বিশ্ব আমাদের দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্বেষী আচরণের নিন্দা জানাচ্ছে।’  ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের এই খেলায় যুক্তরাষ্ট্র পরাজিত হবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রুহানি মনে করেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে যে কঠিন অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি বলেন, ‘আজ আমাদেরকে যুক্তরাষ্ট্র ও তার সমর্থকদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রতিক্রিয়াশীল সরকারগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলতে হবে। আমরা যদি সংহতি ধরে রাখতে পারি তাহলে সমস্যা কাটিয়ে উঠতে পারব।’

/এফইউ/
সম্পর্কিত
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করলো ইরান
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল