X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরির মামলায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪২
image

বাংলাদেশের রিজার্ভ চুরির মামলায় সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৬ সালে  সে দেশের কেন্দ্রীয় ব্যাংকে (নিউ ইয়র্ক ফেড) গচ্ছিত থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল। হ্যাকিং-এর মাধ্যমে বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার পাচার করা হয়েছিল ফিলিপাইনের ব্যাংকে। চুরি যাওয়া ওই রিজার্ভ উদ্ধারে যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। নিউ ইয়র্ক ফেড এক বিবৃতিতে জানিয়েছে, ওই মামলায় বাংলাদেশ ব্যাংককে ‘পরামর্শগত সহায়তা’ (টেকনিক্যাল সাপোর্ট) দেবে তারা।  
রিজার্ভ চুরির মামলায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক ফেড-এ গচ্ছিত ১০ কোটি ১০ লাখ ডলারের রিজার্ভ চুরি হয়। হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটে ভুয়া বার্তা পাঠিয়ে ফিলিপাইনের একটি ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয়েছিল সেই অর্থ। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলারের ক্ষেত্রে চুরি ঠেকানো গেলেও ফিলিপাইনে চলে যায় ৮ কোটি ১০ লাখ ডলারের বেশিরভাগই উদ্ধার করা যায়নি। এখনও উদ্ধার না হওয়া ৬ কোটি ৬৪ লাখ ডলার ফিরে পেতে  যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নিউ ইয়র্ক ফেড-এর বিবৃতি সূত্রে জানিয়েছে,ওই মামলায় বিভিন্ন ধরনের ‘পরামর্শগত সহায়তা’র মধ্য দিয়ে বাংলাদেশের রিজার্ভ উদ্ধারে কাজ করবে তারা। সাধারণভাবে অর্থনৈতিক সহযোগিতার বাইরে দেশীয় কিংবা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বিভিন্ন তথ্য ও পরামর্শ দিয়ে যে সহযোহিতা করে, তাই ‘পরামর্শগত সহায়তা’।  সহায়তাগুলো কেমন হতে পারে তা নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘চুরি হওয়া রিজার্ভ উদ্ধারে সহায়তা দিতে ফিলিপাইনের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও দলের সঙ্গে যৌথ বৈঠক করা হবে’ নিউ ইয়র্ক ফেডের পক্ষ থেকে।   

২০১৬ সালে হ্যাকাররা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের একাউন্ট হ্যাক করে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখার চারটি অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করে। সেখান থেকে  চুরির অর্থ ফিলিপাইনের মুদ্রা পেসোতে রূপান্তরের পর চলে যায় দুটি ক্যাসিনোতে। আন্তর্জাতিক চাপের মুখে এ ঘটনায় মামলা করে ফিলিপাইন সরকার।  রিজার্ভ চুরির ঘটনায় সংশ্লিষ্টতা প্রমাণ হওয়ায় গত ১০ জানুয়ারি আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতোকে অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ার পর কারাদণ্ড দেয় ফিলিপাইনের আদালত। তবে একক ব্যক্তিকে দোষী করে দেওয়া রায়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় বাংলাদেশ সময় শুক্রবার (১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে ও দোষীদের বিচার নিশ্চিতে দায়ের করা এই মামলায় আসামি করা হয়েছে খোদ আরসিবিসি ব্যাংককেই।

/বিএ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী