X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পদত্যাগ করবেন না ভার্জিনিয়ার 'বর্ণবাদী' গভর্নর

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৮

বর্ণবাদের অভিযোগ উঠা সত্ত্বেও পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর রালফ নরথাম। ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত এ রাজনীতিকের ৩৫ বছর আগের এক বর্ণবাদী ছবি নিয়ে সমালোচনার ঝড় তৈরি হলে দলের ভেতর থেকেই তার পদত্যাগের দাবি উঠেছিল। তবে সেই ছবির জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলেও শনিবার রালফ নরথাম সরাসরি তার পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন। এদিন এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত আমি মনে করি যে, আমি নেতৃত্ব দিতে সক্ষম ততক্ষণ আমি এটি চালিয়ে যাবো।’

পদত্যাগ করবেন না ভার্জিনিয়ার 'বর্ণবাদী' গভর্নর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী র‍্যালফ নরথাম (৫৯) ভার্জিনিয়ার গভর্নর নির্বাচিত হন ২০১৭ সালে। কিন্তু বিপত্তি বাধে ১৯৮৪ সালে তার মেডিক্যাল কলেজ থেকে প্রকাশিত বার্ষিক ম্যাগাজিনের একটি ছবি নিয়ে। ম্যাগাজিনের একটি ছবিতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তির একজন মুখে কালো রঙ মেখে কৃষ্ণাঙ্গ সেজেছেন। অন্যজন হেট গ্রুপ বা বিদ্বেষমূলক সংগঠন কু ক্লাক্স ক্ল্যান-এর কস্টিউম পরেছেন। সম্প্রতি ছবিটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে শুক্রবার র‍্যালফ নরথাম স্বীকার করেন, ওই দুই ব্যক্তির একজন তিনি।

কু ক্লাক্স ক্ল্যান-এর কস্টিউম পরার কথা স্বীকার করে শুক্রবার এ ঘটনার জন্য ক্ষমা চান র‍্যালফ নরথাম। তবে শনিবারের সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কলেজ ম্যাগাজিনের ছবিটি তিনি ভালোভাবে দেখেছেন এবং তিনি নিশ্চিত যে, বিতর্কিত ছবিটিতে তার উপস্থিতি ছিল না।

নিজ দল এবং দলের বাইরের সমালোচকরা বলছেন, এই ছবির মধ্য দিয়ে র‍্যালফ নরথামের বর্ণবাদী চরিত্র ফুটে উঠেছে। তাই তার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। কেননা ভার্জিনিয়ায় বর্ণবাদের কোনও স্থান নেই।

সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবি উড়িয়ে দিলেও ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী নেতারা এখনও তার সরে যাওয়ার দাবিতে অনড় রয়েছেন।

স্ত্রীকে নিয়ে শনিবারের সংবাদ সম্মেলনে হাজির হন র‍্যালফ নরথাম। এ সময় অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান তিনি।

তিনি বলেন, ‘আমি কেবল সেই সন্দেহের ছায়া অতিক্রমের সুযোগ চাইছি যে,  সেদিনের আমি আর আজকের আমি এক ব্যক্তি নই।’ সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া