X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

‘দ্রুতগতিতে’ সাইবেরিয়ার দিকে সরছে উত্তর চৌম্বক মেরু

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১২
image

পৃথিবীর উত্তর চৌম্বক মেরু সাম্প্রতিক দশকগুলোতে খুব দ্রুত সরেছে। এ সরে যাওয়ার হার এতো বেশি যে নির্ধারিত সময়ের এক বছর আগেই নতুন করে এর অবস্থান নির্ণয়ে বাধ্য হয়েছেন বিজ্ঞানীরা। সোমবার (৪ ফেব্রুয়ারি) তারা জানিয়েছেন, বছরে প্রায় ৩৪ মাইল গতিতে সরছে উত্তর চৌম্বক মেরু। ২০১৭ সালে এটি আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করেছে। ক্রমাগত সাইবেরিয়ার দিকে অগ্রসর হচ্ছে এটি।

কানাডীয় আর্কটিক থেকে সাইবেরিয়ার দিকে সরছে উত্তর চৌম্বক মেরু
বিজ্ঞানীরা বলে আসছেন, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হচ্ছে এবং ক্রমাগত তা উল্টে যাবে। এর মানে, উত্তর মেরু দক্ষিণের জায়গায় ও দক্ষিণ মেরু উত্তরের জায়গায় চলে যাবে। পৃথিবীর ইতিহাসে অসংখ্যবার এ ঘটনা ঘটেছে। তবে চৌম্বক মেরু রাতারাতি বদলে যায় না। চৌম্বক মেরুর বদল হতে ১ হাজার বছর কিংবা তারও বেশি সময় লেগে যায়। বিজ্ঞানীরা বলছেন, দক্ষিণ চৌম্বক মেরুর সরে আসার গতি উত্তরের চেয়ে অনেক কম।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন ও যুক্তরাজ্য প্রতি পাঁচ বছর পর পর উত্তর চৌম্বক মেরুর অবস্থান নির্ণয় করে থাকে। তবে এবার চার বছরের মাথায় উত্তর চৌম্বক মেরুর অবস্থান নির্ণয় করতে বাধ্য হয়েছেন তারা। এর কারণ, উত্তর চৌম্বক মেরু সরে আসার দ্রুতগতি। সোমবার বিজ্ঞানীদের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ১৮৩১ সালে কানাডিয়ান আর্কটিক অঞ্চলে অবস্থান ছিল উত্তর চৌম্বক মেরুর। এরপর থেকে প্রায় ১৪শ মাইল (২৩০০ কিলোমিটার) সরে সাইবেরিয়ার দিকে যাচ্ছে এটি। উত্তর চৌম্বক মেরুর সরে যাওয়ার গতি বছরে প্রায় ৯ মাইল (১৫ কিলোমিটার) থেকে বেড়ে ৩৪ মাইলে (৫৫ কিলোমিটার) দাঁড়িয়েছে।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থ বিজ্ঞানী ও গবেষক আরনাউড চুলিয়াট জানিয়েছেন, উত্তর চৌম্বক মেরুর দ্রুতগতির কারণে স্মার্টফোন ও কিছু ইলেক্ট্রনিকসের সঙ্গে সংযুক্ত থাকা কম্পাস দিয়ে দিকনির্ণয় করতে সমস্যা হবে। বিমান ও জাহাজগুলোও ব্যাকআপ নেভিগেশন হিসেবে সাধারণত উত্তর চৌম্বক মেরুর ওপর নির্ভরশীল। তবে স্যাটেলাইটভিত্তিক হওয়ায় জিপিএসের ক্ষেত্রে সমস্যা দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নেভিগেশন ও প্যারাসুট নিয়ে নামার ক্ষেত্রে উত্তর চৌম্বক মেরুর ওপর নির্ভর করে।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগ নেতার দখলে থাকা বিদ্যালয়ের জমির ধান কেটে নিলো শিক্ষক-কমর্চারীরা
আ.লীগ নেতার দখলে থাকা বিদ্যালয়ের জমির ধান কেটে নিলো শিক্ষক-কমর্চারীরা
রেস্টুরেন্ট থেকে বের করে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ
রেস্টুরেন্ট থেকে বের করে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
পাকিস্তান সফরের জন্য সরকারের ছাড়পত্রের অপেক্ষায় বিসিবি
পাকিস্তান সফরের জন্য সরকারের ছাড়পত্রের অপেক্ষায় বিসিবি
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু