X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রোডম্যাপ তৈরির লক্ষ্য নিয়ে উত্তর কোরিয়ার পথে মার্কিন দূত

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যকার দ্বিতীয় সম্মেলন সামনে রেখে পিয়ংইয়ং রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়া বিষয়ক দূত স্টিফেন বাইগুন। বুধবার উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা রয়েছে তার। বাইগুন জানিয়েছেন তার লক্ষ্য হলো উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের রোডম্যাপ তৈরি করা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জাতিসংঘের এক প্রতিবেদনের উত্তর কোরিয়ার বিরুদ্ধে মারাত্মক নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগ তোলার পর পিয়ংইয়ং যাচ্ছেন বাইগুন।

যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়া বিষয়ক দূত স্টিফেন বাইগুন

গত বছরের জুনে সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন। বৈঠকের পর উভয় পক্ষই জানায় তারা পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে সম্মত হয়েছে। তবে কিভাবে তা বাস্তবায়িত বা যাচাই করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনও কিছু জানানো হয়নি। চলতি মাসে আরেকটি ট্রাম্প-কিম বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। এবারে ভিয়েতনামে সেই বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ায় সিউলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর পিয়ংইয়ং সফরে যাওয়া বাইগুনবলেছেন বাস্তব কিছু লক্ষ্য অর্জন করতে চান তিনি। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুরে প্রেসিডেন্ট ও চেয়ারম্যান কিমের প্রতিশ্রুতির আরও অগ্রগতি ঘটাবে তার সফর।

যুক্তরাষ্ট্র চায় উত্তর কোরিয়া তাদের পারমাণবিক স্থাপনার পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করুক এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে তা ধ্বংসের প্রতিশ্রুতি দিক। তবে উত্তর কোরিয়া কখনওই সেই প্রতিশ্রুতি দেয়নি। গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়া বিষয়ক দূত বলেছেন, এসব চাওয়া পূরণ না হওয়া পর্যন্ত পিয়ংইয়ংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মতি দেবে না ওয়াশিংটন। তবে অন্য উপায়ে সহায়তা দেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি। বলেন, ‘আমরা বলিনি তোমরা সবকিছু করার আগে আমরা কিছুই করবো না’। বাইগুন বলেন, কিম জং উন আগেই উত্তর কোরিয়ার সব প্লুটোনিয়াম ও ইউরেনিয়াম স্থাপনা ধ্বংসের  প্রতিশ্রুতি দিয়েছেন। এসব স্থাপনা থেকে পারমাণবিক অস্ত্রের সরঞ্জাম সরবরাহ করা হয়।

তবে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জমা দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। বলা হয়েছে ভবিষ্যতে সম্ভাব্য হামলা থেকে রক্ষা এসব স্থাপনা রক্ষার প্রচেষ্টা চালাচ্ছে তারা। গোপন ওই প্রতিবেদন হাতে পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ওই প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া নিয়মিতভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করছে।

আমদানি রফতানি সীমিত করে চাপে ফেলে পারমাণবিক আকাঙ্ক্ষা বর্জনে বাধ্য করতে উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বেশিরভাগ নিষেধাজ্ঞাই আরোপ করা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে। তবে সোমবারের প্রতিবেদনকে উদ্ধৃত করে রয়টার্স লিখেছে, উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা অমান্যের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে জাতিসংঘের সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে তা অকার্যকর করে ফেলেছে।

পশ্চিমা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তর কোরিয়া এখন আর পারমাণবিক হুমকি নয় বলে ট্রাম্প ঘোষণা করলেও পিয়ংইয়ং কখনোই বলেনি তারা তাদের পারমাণবিক কর্মসূচি বাতিল করবে।

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়