X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভেনেজুয়েলা ইস্যুতে চাপের মুখে করবিন

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৮

ভেনেজুয়েলা ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করতে চাপের মুখে রয়েছে যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন। সম্প্রতি তার দলের ছায়া পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, মাদুরোকে লেবার পার্টির প্রশ্রয় দেওয়া উচিত নয়। মানবাধিকারের বিষয়ে কোনও ছাড় নয়। মূলত তার এমন বক্তব্যের পরই বিষয়টি নিয়ে বিপাকে পড়েন করবিন।

জেরেমি করবিন যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যর্থতার অভিযোগ সত্ত্বেও তার সমালোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে করবিন।

ভেনেজুয়েলার বিরুদ্ধে ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা আরোপেরও বিরোধী করবিন। তিনি দেশটিতে সব ধরনের ‘বাইরের হস্তক্ষেপের’ বিরোধী। দেশটির ভবিষ্যৎ সে দেশের নাগরিকদের ওপরই ছেড়ে দিতে চান তিনি।

লেবার পার্টির ছায়া পররাষ্ট্রমন্ত্রী এমিলি থর্নবেরি অবশ্য এ বিষয়ে করবিনের সঙ্গে একমত নন। তিনি মনে করেন, নিজেদের সমাজতান্ত্রিক দাবি করে যারা সমাজতন্ত্রের প্রতিটি আদর্শের সঙ্গে বেঈমানি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

মাদুরোর বিরুদ্ধে শুরু থেকেই তৎপর যুক্তরাজ্যের মিত্র যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেনসহ অপরাপর ইউরোপীয় দেশগুলোও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

দৃশ্যত লেবার পার্টি ক্ষমতায় এলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাবেন এমিলি থর্নবেরি। তবে কোনও ইস্যুতে করবিনের চেয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সঙ্গে তার মতৈক্যের ঘটনা এটাই প্রথম নয়।

২০১৮ সালের ৪ মার্চ যুক্তরাজ্যের সালসবেরি শহরে পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়ার ওপর রাসায়নিক হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এমিলি থর্নবেরি। ওই ঘটনার সমালোচনায় করবিনের চেয়ে তার আওয়াজ ছিল অনেক বেশি স্পষ্ট ও জোরালো।

/এমপি/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়