X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ছত্তিশগড়ে মাওবাদী-পুলিশ বন্দুকযুদ্ধে নিহত ১০

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০১

ছত্তিশগড় রাজ্যের বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বন্দুকযুদ্ধে দশজন নিহত হওয়ার খবর দিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার সকালে মাওবাদীদের একটি প্রশিক্ষণ শিবিরে এই অভিযান পরিচালনা করা হয়। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

ছত্তিশগড়ে মাওবাদী-পুলিশ বন্দুকযুদ্ধে নিহত ১০

বিজাপুরের পুলিশ সুপার মোহিত গর্গ জানান, বৃহস্পতিবার মাওবাদীদের একটি প্রশিক্ষণ শিবিরে অভিযান চালালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়। তবে এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনও সদস্য হতাহত হননি। প্রায় আড়াই ঘণ্টা বন্দুকযুদ্ধের পর মাওবাদীদের মৃতদেহ ছাড়াও ১২টি রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পুলিশ কর্মকর্তা মোহিত গর্গ।

বনাঞ্চলের নদী তীরবর্তী মাওবাদীদের এক প্রশিক্ষণ ক্যাম্পে এই অভিযান চালানো হয় বলে জানান মোহিত গর্গ। তিনি আরও জানান, ভৈরমবাগ পুলিশ থানার আওতাধীন এলাকায় এই অভিযান ছিল স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) মাওবাদবিরোধী অভিযান। এলাকাটিতে তল্লাশি অভিযান চলছে।

চীনা বিপ্লবের নেতা মাও সেতুংয়ের অনুপ্রেরণায় চার দশকের বেশি সময় ধরে ভারত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে মাওবাদীরা। বর্গা চাষী, দরিদ্র ও আদিবাসী সম্প্রদায়ের জন্য জমি ও কাজের দাবিতে তাদের এই সশস্ত্র লড়াই। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি বলে ঘোষণা করেছে সরকার। কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা নিয়ে ছত্তিশগড়ের বিশাল পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণ করে আসছে মাওবাদীরা।

নকশালপন্থী বলে পরিচিত মাওবাদী অস্ত্রধারীরা পুলিশের ওপর হামলা ছাড়াও সরকারি কার্যালয় ধ্বংস ও কর্মকর্তাদের অপহরণ করে থাকে।

গত বছর মাওবাদী আস্তানায় হামলা চালিয়ে বেশ কিছু সফলতা পাওয়ার দাবি করেছে ভারত সরকার। গত জুলাইতে ছত্তিশগড়ে চার নারীসহ আট মাওবাদীকে হত্যার কথা জানায় ভারতের পুলিশ। এর আগে মে মাসে কর্তৃপক্ষ পশ্চিম ভারতে বেশ কয়েকটি অভিযানে ৪৪ জন মাওবাদী নিহত হওয়ার কথা জানায়।

/জেজে/এএ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!