X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সত্য উন্মোচনের দায়ে সাজা দেওয়া অন্যায্য: কারাবন্দি রয়টার্স সাংবাদিকের স্ত্রী

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৭
image

কারাবন্দি রয়টার্স সাংবাদিক কিয়াও সোয়ের স্ত্রী চিত সু উইন বলেছেন, তার স্বামীসহ কারাগারে বন্দি থাকা অপর সাংবাদিক ওয়া লোন কোনও অপরাধ করেননি, তারা নির্মম-নির্বিচারি হত্যাকাণ্ডের সত্য উন্মোচন করেছেন। দাফতরিক গোপনীয়তা সংক্রান্ত এক উপনিবেশিক আইনে উচ্চ আদালতের রায়ে সাত বছরের সাজা ভোগ করছেন ওই দুই সাংবাদিক। চিত সু উইন স্পষ্ট করে বলেছেন, তাদেরকে সত্য উন্মোচনের অপরাধেই সাজা দিয়েছে মিয়ানমার। পেশাগত নৈতিক কর্তব্য পালনের অপরাধে তাদের সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে একে অন্যায্য আখ্যা দিয়েছেন তিনি।

সত্য উন্মোচনের দায়ে সাজা দেওয়া অন্যায্য: কারাবন্দি রয়টার্স সাংবাদিকের স্ত্রী ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের  হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন আখ্যা পায় জাতিগত নিধন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে। ইন দিন গ্রামে সেপ্টেম্বরে সংঘটিত তেমনই এক গণহত্যার চিত্র তুলে ধরতে গিয়েই কারাভোগ করতে হচ্ছে রয়টার্সের ওই দুই সাংবাদিক কিয়াও সোয়ে আর ওয়া লোনকে।

সোয়ে উ-এর স্ত্রী চিত সু উইন থাকেন মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের এক প্রান্তে। ব্রিটিশ টেলিভিশন চ্যানেল স্কাই নিউজ সাক্ষাৎকার নিতে তার বাড়িতে গেলে ক্ষুব্ধ কণ্ঠে চিত সু উইন দুই রয়টার্স সাংবাদিক প্রসঙ্গে বলেন, ‘তারা অপরাধী নয়। কেবল কর্তব্য পালন করেছেন। আপনি কোনভাবেই নির্বিচারে মানুষ হত্যা করতে পারেন না। আইন বলে একটা ব্যাপার তো আছে’।

হাতে পাওয়া নথিতে গণহত্যার আলামত পেয়ে পেশাগত দায়িত্বের অংশ হিসেবে কিয়াও সোয়ে আর ওয়া লোন ইন দিন গ্রামে গিয়েছিলেন খবর সংগ্রহ করতে। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রথমবারের মতো মিয়ানমারের সেনাবাহিনী ১০ রোহিঙ্গা হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিতে বাধ্য হয়। তা সত্ত্বেও দাফতরিক গোপনীয়তা আইনে দায়ের করা মামলায় সাজা ভোগে বাধ্য হচ্ছেন রয়টার্সের দুই সাংবাদিক।  

চিত সু উইন স্কাই নিউজকে বলেন, ‘তারা দুজনেই সত্য উন্মোচন করেছেন। যারা সত্য উন্মোচন করলো, সেই সাংবাদিকেরাই এখন সাত বছর মেয়াদে কারাবন্দি। এটা পুরোপুরি অন্যায্য’।

সত্য উন্মোচনের দায়ে সাজা দেওয়া অন্যায্য: কারাবন্দি রয়টার্স সাংবাদিকের স্ত্রী

ব্রিটিশ টেলিভিশন চ্যানেল স্কাই নিউজের ৩০ বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে তৈরি করা একটি কাভারেজের জন্য কথা বলছিলেন চিত সু উইনের সঙ্গে। এ সংক্রান্ত প্রতিবেদনে তারা লিখেছে, দ্রুত পরিবর্তনশীল সংবাদশিল্পের যুগে ‘ফেক নিউজ’র সরবতায় যেখানে অন্যকিছু শোনা দায়, সেখানে সত্যের জন্য সবকিছু বিসর্জন দেওয়ার অর্থ জীবনের পরতে পরতে বুঝে নিতে হচ্ছে ওই দুই সাংবাদিকের পরিবারকে।

২০১৭ সালের ডিসেম্বরের এক সন্ধ্যায় পুলিশ সদস্যদের আমন্ত্রণে রেস্টুরেন্টে যাওয়ার পর নিখোঁজ হন মিয়ানমারে কর্মরত রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সোয়ে ও। পরে মিয়ানমার কর্তৃপক্ষ দাফতরিক গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগে তাদের গ্রেফতার দেখায়।  ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে সাত বছর করে কারাদণ্ড ঘোষণা করে ইয়াঙ্গুনের একটি জেলা আদালত। ওই বছরের নভেম্বরের শুরুতে ইয়াঙ্গুনের হাইকোর্টে দুই সাংবাদিকের পক্ষে আপিল করেন তাদের আইনজীবীরা। গত ১১ জানুয়ারি আপিল খারিজ করে নিম্ন আদালতের সাজা বহাল রাখে হাইকোর্ট। সবশেষ প্রচেষ্টার অংশ হিসেবে ফেব্রুয়ারির শুরুতে মিয়ানমারের সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন রয়টার্স সাংবাদিকরা। এখনও সেই আপিল নিষ্পত্তি হয়নি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!