X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্ত্রী যখন কারাবন্দি রয়টার্স সাংবাদিকের সাহসের উৎস

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৭
image

স্বামী জেলে যাওয়ার পরে পুরুষতান্ত্রিক ঐতিহ্যের সমাজ ব্যবস্থায় নিজেকে বিচ্ছিন্ন আর একা হিসেবে আবিস্কার করেন কারাবন্দি রয়টার্স সাংবাদিক কিয়াও সোয়ের স্ত্রী চিত সু উইন।  ঘরে থাকা ছোট্ট মেয়েকে সামলানোর পাশাপাশি স্বামীর জন্য আইনি লড়াই করতে হচ্ছে একাই। তবু ক্লান্ত নন এই নারী। চিত সু উইন মনে করেন, সত্যের পথে অবিচল তার স্বামী, কর্তব্য অনুযায়ী সঠিক কাজটিই করেছেন। কারাগারে যেন কিয়াও সোয়ের মনোবল ভেঙে না যায়, সে দিকে তীক্ষ্ণ নজর থাকে সু উইনের। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, স্বামীকে সবসময় সাহস যোগানোর চেষ্টা করেন তিনি। 

স্ত্রী যখন কারাবন্দি রয়টার্স সাংবাদিকের সাহসের উৎস ২০১৭ সালের ডিসেম্বরের এক সন্ধ্যায় পুলিশ সদস্যদের আমন্ত্রণে রেস্টুরেন্টে যাওয়ার পর নিখোঁজ হন মিয়ানমারে কর্মরত রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সোয়ে ও। পরে মিয়ানমার কর্তৃপক্ষ দাফতরিক গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগে তাদের গ্রেফতার দেখায়।  এক বছরেরও বেশি সময় আগের সেই দিনটিতে একটি ফোন কল পান চিত সু উইন। তাকে জানানো হয় তার ২৮ বছর বয়সী স্বামীকে গ্রেফতার করা হয়েছে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সু উইন জানান, ২০১৭ সালের ডিসেম্বরের সেই ভয়ঙ্কর রাতে স্বামীর সঙ্গে শেষবার কথা বলেছিলেন । স্বামী তাকে বলেছিলেন কাজ শেষ করতে দেরি হলে চিন্তা না করতে। কিন্তু বেশ কয়েক ঘণ্টা পার হলেও স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তিনি। বহুবার মোবাইল ফোনে কল করেও কোনও সাড়া পাচ্ছিলেন না । পরে তাকে জানানো হয়, ১০ রোহিঙ্গা পু্রুষ হত্যার ঘটনা তদন্তের অংশ হিসেবে পুলিশের দেওয়া কিছু সরকারি নথি বহনের সময়ে অপর এক সাংবাদিকের সঙ্গে আটক হয়েছেন তার স্বামী।

স্ত্রী যখন কারাবন্দি রয়টার্স সাংবাদিকের সাহসের উৎস

২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের  হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন আখ্যা পায় জাতিগত নিধন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে। ইন দিন গ্রামে সেপ্টেম্বরে সংঘটিত তেমনই এক গণহত্যার চিত্র তুলে ধরতে গিয়েই কারাভোগ করতে হচ্ছে রয়টার্সের ওই দুই সাংবাদিক কিয়াও সোয়ে আর ওয়া লোনকে। মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ সেই বেআইনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নিলেও রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের দায়ে সাত বছরের দণ্ড নিয়ে কারাগারে দিন যাপনে বাধ্য হচ্ছেন সাংবাদিক কিয়াও সোয়ে উ এবং ওয়া লোন।

পরিস্থিতি তুলে ধরতে গিয়ে চিত সু উইন বলেন, ‘আমার ভয় হতো পরিবার বিচ্ছিন্নতায় সে (স্বামী) হয়তো বিষণ্ন হয়ে যাবে, কাতর হয়ে পড়বে বাড়ি ফিরতে না পারার কারণে। আমি তাকে সাহস যোগানোর চেষ্টা করতাম।  বিষণ্ন হতে দিতাম না।’ সু উইন বলেন, ‘সে আমাকে বলেছে কারাগারে সে শক্ত থাকার চেষ্টা করে কিন্তু পরিবার ছেড়ে থাকতে হওয়ায় সে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। সন্তানের আঁকাআঁকি, হাসি-কান্নাকে সে খুব মিস করছে।’

স্ত্রী যখন কারাবন্দি রয়টার্স সাংবাদিকের সাহসের উৎস

২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে সাত বছর করে কারাদণ্ড ঘোষণা করে ইয়াঙ্গুনের একটি জেলা আদালত। ওই বছরের নভেম্বরের শুরুতে ইয়াঙ্গুনের হাইকোর্টে দুই সাংবাদিকের পক্ষে আপিল করেন তাদের আইনজীবীরা। গত ১১ জানুয়ারি আপিল খারিজ করে নিম্ন আদালতের সাজা বহাল রাখে হাইকোর্ট। সবশেষ প্রচেষ্টার অংশ হিসেবে ফেব্রুয়ারির শুরুতে মিয়ানমারের সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন রয়টার্স সাংবাদিকরা। এখনও সেই আপিল নিষ্পত্তি হয়নি।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?