X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বোনের প্রধানমন্ত্রী প্রার্থিতার বিরুদ্ধে থাইল্যান্ডের রাজা

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৪
image

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়াত্রার দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নির্বাচনে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের রাজার বোন। কিন্তু খোদ রাজাই বোনের প্রার্থিতার বিষয়ে আপত্তি জানিয়েছেন। তার এই আপত্তির বিষয়টি সামনে এসেছে প্রাসাদের পক্ষে থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রদানের মাধ্যমে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজপরিবারের সদস্য হয়ে সরাসরি কোনও রাজনৈতিক পক্ষের সঙ্গে কাজ করা দেশটির রাজঐতিহ্য ও রীতি নীতির খেলাপ বলে মনে করেন রাজা। বোনের প্রধানমন্ত্রী প্রার্থিতার বিরুদ্ধে থাইল্যান্ডের রাজা
প্রিন্সেস উবোলরত্না রাজকন্যা সিরিবাধনা ভারনাভাদি (৬৭) থাইল্যান্ডের বর্তমান রাজা  মহা ভাজিরালংকর্নের বোন ও সাবেক রাজা ভূমিবলের বড় মেয়ে। ১৯৭২ সালে এক বিদেশিকে বিয়ে করার পর রাজ মর্যাদা ত্যাগ করেন তিনি। তবে এখনও তাকে রাজ পরিবারের সদস্য হিসেবেই বিবেচনা করা হয়। শুক্রবার ঘোষণা (৮ ফেব্রুয়ারি) ঘোষণা দেওয়া হয়েছে, আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দল থাই রাকশা চার্ট পার্টির পক্ষে তিনিই একমাত্র প্রধানমন্ত্রী প্রার্থী।
বোনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন থাইল্যান্ডের রাজা। প্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, রাজ পরিবারের সদস্য হয়েও সরাসরি রাজনীতিতে জড়ানোটা ‘অযথার্থ’ এবং ‘অসাংবিধানিক।’ রয়টার্স লিখেছে, রাজার এই বক্তব্যের কারণে সংশ্লিষ্টদের অনেকে মনে করেছেন, দেশটির নির্বাচন কমিশন প্রিন্সেস উবোলরত্নার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আপত্তি দিতে পারে। ফলে তার প্রার্থিতার বিষয়টি ঝুঁকিতে পড়ে গেছে।
থাকসিন সিনাওয়াত্রা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর প্রায় ১০ বছর ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বেচ্ছানির্বাসনে আছেন। তার বোন ইংলাক সিনাওয়াত্রা পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন। ২০১৪ সালে ইংলাককেও ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী।
জান্তা সরকারের প্রধানমন্ত্রী হন প্রায়ুথ চ্যান ওচা। সামরিক জান্তা সরকার থাকসিনের দল পিউ চার্ট পার্টিকে ভেঙে দেওয়ার হুমকি প্রদানের পর থাই রাকসা চার্ট পার্টি নামে ছোট পরিসরে আরেকটি দল গড়ে তোলেন তারা। থাকসিন নির্বাসনে থাকা অবস্থাতেই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন। থাই রাজকন্যা উবলরত্নার সঙ্গে থাকসিনের ভালো। বোনের প্রধানমন্ত্রী প্রার্থিতার বিরুদ্ধে থাইল্যান্ডের রাজা

/এএমএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা