X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অবশেষে সিবিআই’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি কলকাতা পুলিশ কমিশনার

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৬

পশ্চিমবঙ্গ রাজ্য ও ভারতের কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক বিরোধের কেন্দ্রে থাকা কলকাতার পুলিশ কমিশনার রাজিব কুমারকে অবশেষে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শনিবার মেঘালয়ের শিলংয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে আইনজীবী ও দুই সহকর্মীকে নিয়ে উপস্থিত হন তিনি। সারদা কেলেঙ্কারি ও রোজভ্যালি চিটফান্ড মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শুরুর আগে তার সঙ্গে থাকা ব্যক্তিদের সিবিআই কার্যালয় ত্যাগ করতে বলা হয় বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস কলকাতা পুলিশ কিমশনার রাজিব কুমার
বেআইনিভাবে লাখ লাখ সাধারণ মানুষের কাছ থেকে কয়েক হাজার কোটি রুপি সংগ্রহের অভিযোগে ২০১৩ সালে সারদা নামে একটি সংস্থার মালিকদের গ্রেফতার করা হয়। ওই মামলার প্রাথমিক তদন্তকারী দলের প্রধান ছিলেন রাজিব কুমার। পরে মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হলে রাজিবকে বেশ কয়েক দফা ডেকে পাঠানো হয়। সিবিআইয়ের অভিযোগ সেসব নোটিশ অগ্রাহ্য করেছেন তিনি। পরে গত ৩ ফেব্রুয়ারি রাজিবের কলকাতার বাসভবনে সিবিআইয়ের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে।

ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিবিআইয়ের বেশ কয়েকজন সদস্যকে আটক করে কিছু সময়ের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততার অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে রাজিব কুমারকে গ্রেফতার না করে তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে শিলংয়ে সিবিআই কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে সাড়া দিয়ে শুক্রবার শিলং পৌঁছান তিনি। এদিন দিল্লি থেকে শিলংয়ে আসেন সিবিআইয়ের তিন কর্মকর্তা। শনিবার স্থানীয় সময় বেলা এগারোটায় সিবিআই কার্যালয়ে হাজির হন রাজিব।

সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় রাজিবের আইনজীবী উপস্থিত থাকার আবেদন করেন। এছাড়া তিনি সিবিআইকে জানান, স্বরস্বতী পূজা ও আসন্ন বোর্ড পরীক্ষার কারণে দীর্ঘ সময় শিলংয়ে থাকতে পারবেন না রাজিব। তবে তার এসব আবেদনের বিষয়ে কোনও জবাব দেয়নি সিবিআই।

/জেজে/এএ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা