X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাদুরোর পক্ষ ত্যাগ করলেন আরও এক সেনা কর্মকর্তা, গুইদোকে সমর্থন

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৮

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষ ত্যাগের ঘোষণা দিয়েছেন সশস্ত্র বাহিনীর আরও এক কর্মকর্তা। গত সপ্তাহে আরও দুই কর্মকর্তা একই ঘোষণা দিয়ে স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোর প্রতি সমর্থন ঘোষণা করেন। শনিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় বিরোধী দলীয় নেতা জুয়ান গুইডোকে প্রেসিডেন্টের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে কর্মরত কর্নেল রুবেন পাজ জিমেনেজ। কেবল ৩ কর্মকর্তা মাদুরো সরকারের বিরুদ্ধে অবস্থান নিলেও তিনি দাবি করেছেন, সেনাবাহিনীর ৯০ শতাংশ সদস্যের মধ্যে অসন্তোষ রয়েছে। হুয়ান গুইদো

গত বছর অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের পাটাতনে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী নেতা হুয়ান গুইদো। এরইমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ২০টিসহ অন্তত ৫০টি দেশের স্বীকৃতি পেয়েছেন তিনি।

শনিবার ভিডিও বার্তায় কর্নেল রুবেন পাজ জিমেনেজ গুইদোকে সমর্থনের ঘোষণা দিয়ে বলেন, ‘সশস্ত্র বাহিনীতে আমাদের ৯০ শতাংশ আসলেই অসন্তুষ্ট। তাদেরকে (মাদুরো) ক্ষমতায় রাখতে আমরা ব্যবহৃত হচ্ছি’।

অনুসারী সেনা সদস্যদের ভেনেজুয়েলায় পাঠানো মার্কিন ত্রাণ প্রবেশের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। মার্কিন ত্রাণের প্রথম চালানটি বর্তমানে ভেনেজুয়েলার সীমান্তবর্তী কলম্বিয়ান শহর কুকুতায় আটকে রয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর মানবিক সহায়তাকে শুরু থেকেই সাম্রাজ্যবাদী আগ্রাসনের কৌশল আখ্যা দিয়ে তা প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন প্রেসিডেন্ট মাদুরো।

২ ফেব্রুয়ারি (শনিবার) কিছু সময়ের ব্যবধানে বিমান বাহিনীর জেনারেল ফ্রান্সিসকো ইয়ানেস এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল  আন্দ্রেস এলোয় ভলকান মাদুরোর পক্ষ ত্যাগের ঘোষণা দেন। তবে ঊর্ধ্বতন সেনা নেতৃত্ব এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্টের আনুগত্য বজায় রেখেছে। মাদুরোর দাবি, সেনাবাহিনী তার সঙ্গে আছে। তার সরকার পক্ষত্যাগকারীদের দেশদ্রোহী আখ্যা দিয়েছে।

ভেনেজুয়েলার রাজনৈতিক ক্ষমতার দোলাচলে সেনাবাহিনীর সমর্থনের প্রশ্নটি খুবই  গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। শুক্রবার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো ইঙ্গিত দিয়েছেন, মাদুরো সরকারকে উৎখাত করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে অনুমোদন দিতেও রাজি আছেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের