X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্য সম্মেলন: মার্কিন আমন্ত্রণ প্রত্যাখ্যান ফিলিস্তিনের

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২০

যুক্তরাষ্ট্রের উদ্যোগে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য মধ্যপ্রাচ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও ফিলিস্তিন তা প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে এই সম্মেলনে তারা উপস্থিত হবেন না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বিষয়টি জানা গেছে। 

মধ্যপ্রাচ্য সম্মেলন: মার্কিন আমন্ত্রণ প্রত্যাখ্যান ফিলিস্তিনের

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সম্মেলনে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। এই সম্মেলনে উপস্থিত হতে ফিলিস্তিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। কর্মকর্তারা শুক্রবার ফিলিস্তিনকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ৪০টিরও বেশি দেশ অংশগ্রহণ করবে। আগামী সপ্তাহে পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 

তবে যুক্তরাষ্ট্রের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন শান্তি আলোচনায় ফিলিস্তিনের শীর্ষ মধ্যস্ততাকারী সায়েব এরেকাত। টুইটারে এক বার্তায় তিনি লিখেছেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা এই সম্মেলনে অংশ নিচ্ছি না। আমরা এটাও জানাতে চাই যে, ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য আমরা কাউকে মনোনীত করিনি।

জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি ও সেখানে দূতাবাস স্থানান্তরের কথা ইঙ্গিত করে আরেকটি টুইটে এরেকাত লিখেছেন, আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন শান্তি আলোচনায় মধ্যস্ততাকারী হিসেবে নিজেদের ভূমিকা হারিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে ফিলিস্তিন বলে আসছে ট্রাম্প প্রশাসনের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে কোনও শান্তি আলোচনায় অংশগ্রহণ করবে না। এ নিয়ে উভয় দেশের মধ্যে সম্পর্কে টানাপড়েন চলছে। ফিলিস্তিনকে দেওয়া প্রায় সব ধরনের আর্থিক সহযোগিতা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা মেনে নিতে চাপ দেওয়ার জন্যই এসব সহায়তা বাতিল করা হচ্ছে। 

 

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!