X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ইসরায়েল-সৌদি গোপন সম্পর্কের কথা ফাঁস করছেন প্রিন্স ফয়সাল

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৭

প্রায় ২৫ বছর  ধরে ইসরায়েল ও বেশ কয়েকটি উপসাগরীয় দেশের মধ্যকার গোপন সম্পর্কের কথা ফাঁস করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান ও প্রিন্স তুর্কি আল ফয়সাল। কাতারের সংবাদপত্র আল আরব জানিয়েছে, ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৩-এর সাংবাদিক বারাক রাভিদকে সাক্ষাৎকার দিয়েছেন সৌদির সাবেক গোয়েন্দা প্রধান। ইসরায়েলি সাংবাদিক দাবি করেছেন, ‘উপসাগরীয় গোপন কথা’ নামের ধারাবাহিক অনুষ্ঠানে ইসরায়েলের সঙ্গে বেশ কয়েকটি দেশের গোপন অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক সম্পর্কের কথা ফাঁস করা হবে। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান তুর্কি আল-ফয়সাল

ফিলিস্তিনি ভূমি দখল করে ১৯৪৭ সালে স্বাধীনতার ঘোষণা দেয় ইসরায়েল। পরের বছর আরব-ইসরায়েল যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান সুসংহত করে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনি ভূমি দখলের কারণে ইহুদি জাতিগোষ্ঠীর দেশ ইসরায়েলকে প্রকাশ্যে কখনও স্বীকৃতি দেয়নি সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো। তবে মধ্যপ্রাচ্যে দুই মার্কিন মিত্র দেশের মধ্যে গোপন যোগাযোগের কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

কাতারের সংবাদপত্র আল আরিব জানিয়েছে, ‘উপসাগরীয় গোপন কথা’ অনুষ্ঠানের জন্য সাংবাদিক বারাক রাভিদ ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক নিয়ে উপসাগীয় অঞ্চলের অন্তত ২০জন কূটনীতিকের সাক্ষাৎকার নিয়েছেন। তবে রাভিদের দাবি, এদের অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে বহুবার সমালোচনা করা আল ফয়সাল প্রকাশ্যে কথা বলতে রাজি হন।

সাংবাদিক রাভিদ দাবি করেছেন, তার ধারাবাহিক অনুষ্ঠানে ইসরায়েল, সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক গোপন সম্পর্কের বিভিন্ন তথ্য ফাঁস করা হবে। ইসরায়েলের বেশিরভাগ নাগরিক এসব সম্পর্কের কথা জানেন না বলে দাবি করেন রাভিদ। তিনি আরও দাবি করেছেন, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ এসব সম্পর্ক রক্ষা করে থাকে।

ইসরায়েলি টেলিভিশনে প্রচার করা দুই মিনিটের সাক্ষাৎকারে সৌদি রাজ পরিবারের সদস্য আল ফয়সালকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে ফিলিস্তিনি ইস্যু অভিহিত করতে শোনা গেছে। তার এই অবস্থান সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের বিরোধী। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে সৌদি আরবের দেওয়া প্রস্তাবে এই সংঘাতকে ‘আরব-ইসরায়েল সংঘাত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বহুবারই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সমালোচনা করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান তুর্কি আল-ফয়সাল। ২০১৪ সালে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময়ে ইসরায়েলিদের নিজের বাসভবনে স্বাগত জানাতে চেয়েছিলেন আল-ফয়সাল। ইসরায়েলের সংবাদপত্রে লেখা এক নিবন্ধে আল ফয়সাল ইসরায়েলিদের উদ্দেশে বলেছিলেন, আমার রিয়াদের (সৌদি রাজধানী) বাড়িতে আপনাদের স্বাগত জানাতে চাই’।

/জেজে/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
উত্তেজনা এড়াতে ইসরায়েলের প্রতি ম্যাক্রোঁর আহ্বান
সর্বশেষ খবর
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান
নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ব্রাজিলে গিয়ে স্বপ্নভঙ্গ রবিউল-শায়েরাদের
ব্রাজিলে গিয়ে স্বপ্নভঙ্গ রবিউল-শায়েরাদের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের