X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পেট্রোটেক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন জ্বালানি উপদেষ্টার

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৬
image

ভারতের নয়ডাতে আয়োজিত পেট্রোটেক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীর বিক্রম)। সেখানে তিনি নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরেন। দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে সোমবার (১১ ফেব্রুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভারতের প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেল বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে এক বৈঠকেও মিলিত হয়েছেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সেখানে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। পেট্রোটেক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন জ্বালানি উপদেষ্টার
প্রতি দুই বছর অন্তর আয়োজিত পেট্রোটেক সম্মেলনকে এশিয়ার সবচেয়ে বড় জ্বালানি বিষয়ক সম্মেলন হিসেবে গণ্য করা হয়। এ বছরের সম্মেলন উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে ৬০টি দেশের ১৮ জন মন্ত্রীসহ সাত হাজার অংশগ্রহণকারী ছিলেন।
সম্মেলনে মন্ত্রীদের অধিবেশনে মূল প্রবন্ধ পাঠ করেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখা হাসিনার উদ্যোগে বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রভূত অগ্রগতি হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্য মাত্রা অর্জনের জন্য  ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকারের উদ্যোগ ও গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতির তথ্য বিশেষভাবে উল্লেখ করেন তিনি। 
উপদেষ্টা আরও জানান, বাংলাদেশে বিদ্যুৎ পরিষেবার অভিগম্যতা ২০০৯ সালে যেখানে ৪৫ শতাংশ ছিল, সেখানে বর্তমানে তা ৯০ শতাংশে উন্নীত হয়েছে। ২০২০ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিতে কাজ করছে সরকার। বাংলাদেশে বর্তমানে ৫০ লাখ বাড়ি সৌর বিদ্যুতের আওতায় রয়েছে। জ্বালানি নিরাপত্তার জন্য আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

/এএমএ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!