X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শাটডাউন ঠেকাতে ডেমোক্র্যাট-রিপাবলিকান সমঝোতা, ট্রাম্পের জন্য সীমিত বরাদ্দ

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৫
image

যুক্তরাষ্ট্রে নতুন করে শাটডাউন ঠেকাতে একটি সমঝোতায় পৌঁছেছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। সোমবার (১১ ফেব্রুয়ারি) ঘোষিত নতুন এক প্রস্তাবে ডেমোক্র্যাটরা মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ১৪০ কোটি ডলার বরাদ্দ দিতে রাজি হয়েছে; যা মার্কিন প্রেসিডেন্টের দাবির তুলনায় অনেক কম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত দেয়াল নির্মাণের জন্য ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়েছিলেন। ওই প্রস্তাবটি আইনে পরিণত করতে হলে এতে ট্রাম্পের স্বাক্ষর থাকতে হবে। নতুন শাটডাউন ঠেকাতে আগামী শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতের আগেই ট্রাম্পকে স্বাক্ষর করতে হবে সেখানে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ট্রাম্প
মার্কিন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। তার আগেই বাজেট অনুমোদন করিয়ে নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও সমঝোতার অভাবে কখনও কখনও মার্কিন কংগ্রেস তা পাস করাতে ব্যর্থ হয়। এমন অবস্থায় অস্থায়ী বাজেট বরাদ্দের মধ্য দিয়ে সরকার পরিচালনার তহবিল জোগান দেওয়া হয়। অস্থায়ী এই বাজেট বরাদ্দের ক্ষেত্রে দুই কক্ষের অনুমোদনসহ প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তিন চতুর্থাংশ কার্যক্রম পরিচালনার অর্থ বরাদ্দ করা আছে। বাকি এক চতুর্থাংশের বাজেট বরাদ্দ না হওয়ায় গত ডিসেম্বরে আংশিক শাটডাউনের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ প্রশ্নে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা না হওয়ায় ওই অচলাবস্থার সৃষ্টি হয়। বরাদ্দ কম পড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের ১৫টি কেন্দ্রীয় দফতরের মধ্যে ৯টিতে আংশিক শাটডাউন শুরু হয়। অবশেষে ১‌৫ ফেব্রুয়ারি পর্যন্ত অস্থায়ী বাজেট বরাদ্দের মধ্য দিয়ে গত ২৫ জানুয়ারিতে ৩৫ দিনের সে শাটডাউনের অবসান হয়।

এবার সে সময়সীমাও শেষ হতে চলেছে। ১৫ ফেব্রুয়ারি মধ্য রাতের আগে আরেকটি অস্থায়ী বাজেট পাস না করাতে পারলে আবারও শাটডাউনের মুখে পড়বে যুক্তরাষ্ট্র। তবে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রশ্নে অনড় অবস্থানে রয়েছেন ট্রাম্প। সোমবার (১১ ফেব্রুয়ারি) টেক্সাসে এক সমাবেশে ট্রাম্প বলেছেন, যেকোনোভাবেই হোক, দেয়ালটি নির্মিত হবেই। এ অবস্থায় সোমবার একটি সমঝোতায় পৌঁছেছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্পকে প্রায় ১৪০ কোটি ডলার বরাদ্দ দিতে সম্মত হয়েছে তারা। এর মানে হলো ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ২১৫ মাইল এলাকাজুড়ে কংক্রিটের দেয়াল নির্মাণের কথা থাকলে বরাদ্দকৃত অর্থ দিয়ে ৫৫ মাইল জায়গায় ধাতব পাত দিয়ে বেড়া নির্মাণ করা সম্ভব হবে।

সমঝোতা প্রস্তাবটিকে আইনে পরিণত করতে হলে ট্রাম্পের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। আর তা নাহলে ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে আবারও শাটডাউনের মুখে পড়বে যুক্তরাষ্ট্র। কংগ্রেসীয় বাজেট দফতরের হিসাব অনুযায়ী, আগেরবারের শাটডাউনে দেশটির ১১শ কোটি ডলার ক্ষতি হয়েছে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমেছে আধা শতাংশ।

/এফইউ/
সম্পর্কিত
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন