X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে মালদ্বীপের দুই মন্ত্রী বরখাস্ত

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৩

৯ কোটি মার্কিন ডলার দুর্নীতিতে জড়িত একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের জের ধরে দুই মন্ত্রীকে বরখাস্ত করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। এসওএফ প্রাইভেট লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণের অভিযোগে বরখাস্ত হওয়া দুই মন্ত্রী হলেন যুবমন্ত্রী আহমেদ মাহলুফ ও অবকাঠামো প্রতিমন্ত্রী আকরাম কামালুদ্দিন। তবে এক বিবৃতিতে কোনও অন্যায় করার কথা অস্বীকার করেছেন মাহলুফ আর প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সম্মান করার কথা বলেছেন কামালুদ্দিন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির দুর্নীতি দমন কমিশনের এক প্রতিবেদনে ওই দুই মন্ত্রীর নাম উঠে আসার পর তাদের বরখাস্ত করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

মালদ্বীপের প্রেসিডেন্ট ও তার স্ত্রী

মালদ্বীপের পর্যটন বোর্ডে আর্থিক অনিয়ম নিয়ে বৃহস্পতিবার আট শ’ পৃষ্ঠার একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করে দেশটির দুর্নীতি দমন কমিশন। আর্থিক অনিয়মে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এসওএফ প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিষ্ঠান থেকে মোট ১৫৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান অর্থ গ্রহণ করেছে। সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ছাড়াও এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে আহমেদ মাহলুফ ও আকরাম কামালুদ্দিনেরর নাম রয়েছে।

আগামী ৬ এপ্রিল দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। এই নির্বাচনের প্রচারণার কেন্দ্রে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকারের লড়াইয়ে আমরা সবকিছু করবো। এর জন্য যা করার দরকার তা করতে আমরা প্রস্তুত’।

সোলিহ’র ক্ষমতাসীন মালদ্বীপের ডেমোক্র্যাটিক পার্টি বর্তমান পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ নয়। আগামী নির্বাচনে তা কাটিয়ে ওঠার লক্ষ্য রয়েছে তাদের। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে ক্ষমতা লাভের পর ভারতপন্থী বলে বিবেচিত সোলিহ ইয়ামিন সরকারের আমলে চীনের সঙ্গে স্বাক্ষরিত বেশ কয়েকটি চুক্তি পর্যালোচনার ঘোষণা দিয়েছেন। ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির দাবি, এসব চুক্তির কারণে মূল্যস্ফীতি বেড়ে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে।

/জেজে/এএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’