X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মার্ক্সের স্মৃতিস্তম্ভে ‘বিদ্বেষের প্রচারক’ ও ‘গণহত্যার স্রষ্টা’ লিখে গেলো দুর্বৃত্তরা

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৬
image

যুক্তরাজ্যে দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় হামলার কবলে পড়লো কমিউনিস্ট ইশতেহারের অন্যতম প্রণেতা কার্ল মার্ক্সের সমাধিক্ষেত্রে স্থাপিত স্মৃতিস্তম্ভ।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্বৃত্তরা উত্তর লন্ডনের ওই স্মৃতিস্তম্ভে লাল রঙে ‘বিদ্বেষের প্রচারক’ ও ‘গণহত্যার স্রষ্টা’ লিখে গেছে। ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন ব্রিটিশ মিউজিয়ামের একজন শীর্ষ কর্মকর্তা। এরআগে ৪ ফেব্রুয়ারি (সোমবার) হঠাৎ দেখা যায়, কারা যেন হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত হেনেছে ওই স্তম্ভে।

লাল রঙে মার্ক্সের স্মৃতিস্তম্ভে `বিদ্বেষের প্রচারক’ ও ‘গণহত্যার স্রষ্টা’ লিখে গেছে দুর্বৃত্তরা

ডাস ক্যাপিটাল রচনার এক গুরুত্বপূর্ণ সময়কাল লন্ডনে কাটিয়েছিলেন ঐতিহাসিক ও দ্বান্দ্বিক বস্তুবাদের দার্শনিক মার্ক্স। ১৮৪৯ সালে তিনি লন্ডনে গিয়েছিলেন। মৃত্যু অব্দি ছিলেন সেখানেই। ১৮৮৩ সালের ১৪ই মার্চ ৬৪ বছর বয়সে জীবনাবসানের পর মার্ক্সকে লন্ডনের হাইগেট সমাধিতে সমাহিত করা হয়। ১৯৫৬ সালে যুক্তরাজ্যের কমিউনিস্ট পার্টির অর্থায়নে  তার সমাধির ওপর স্তম্ভটি নির্মিত হয়। তিন দশমিক সাত মিটার উঁচু এই স্তম্ভটির মাথায়  ব্রোঞ্জে তৈরি আবক্ষ একটি মূর্তি রয়েছে মার্ক্সের।

লন্ডনের হাইগেট সমাধিক্ষেত্রে মার্ক্সের আবক্ষ মূর্তি

বিবিসি জানিয়েছে, ক’দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় স্মৃতিস্তম্ভটি আক্রান্ত হয়েছে। সম্প্রতি মাকে নিয়ে এটি পরিদর্শনে গিয়েছিলেন ব্রিটিশ মিউজিয়ামের শীর্ষ কর্মকর্তা ম্যাক্সওয়েল ব্লোফিল্ড। তিনি বিবিসিকে জানিয়েছেন, দ্বিতীয় দফায় জার্মান দার্শনিকের স্মৃতিস্তম্ভ আক্রান্ত হওয়ার ঘটনায় তিনি খুবই মর্মাহত। ‘স্মৃতিস্তম্ভে লাল রঙে যে বিতর্কিত ভাষ্য দেওয়া হয়েছে, তা হয়তো মুছে দেওয়া যাবে। তবে দুই সপ্তাহের মধ্যে দুই দফায় এ ধরনের তাণ্ডব ভালো বার্তা নয়’। হাতুড়ি দিয়ে বিশেষ করে আঘাত হানা হয়েছে ফলকটির ওপর
ওই স্মৃতিস্তম্ভে একটি সাদা মার্বেল পাথরে কালো অক্ষরে খোদাই করে মার্ক্সের নাম, জন্ম ও মৃত্যুর তারিখ দেওয়া আছে। এর তত্ত্বাবধানের দায়িত্বে থাকা বেসরকারি ট্রাস্ট, 'ফ্রেন্ডস অব হাইগেট সেমিট্রি ট্রাস্ট' গত হামলার পর জানিয়েছিল, হামলাকারী হাতুরি দিয়ে পিটিয়ে সেই সাদা মার্বেল পাথরটি বিকৃত করেছে। এক টুইটে হাইগেট সিমেট্রি ট্রাস্ট সে সময় জানায় “এটি গ্রেড ওয়ান হিসেবে তালিকাবদ্ধ একটি স্মৃতিস্তম্ভ; এই ঐতিহ্যগত সম্পদ আগের মতো করে তোলার কোনও উপায় নেই আর। আমরা যতটা সম্ভব মেরামতের চেষ্টা করবো।” উল্লেখ্য, যুক্তরাজ্যে 'গ্রেড-ওয়ান' তালিকাভুক্ত ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

কার্ল মার্কস ১৮১৮ সালের ৫ মে পূর্ব জার্মানিতে তিনি জন্ম নেওয়া মার্ক্স তার সহযোগী ফ্রেডেরিক এঙ্গেসলকে সঙ্গে নিয়ে ‘কমিউনিস্ট ইশতেহার’ রচনা করে বিশ্বজুড়ে সাড়া ফেলেছিলেন। তার অনন্য সৃষ্টি ‘ডাস ক্যাপিটাল’ বিশ্ববাসীর সামনে হাজির করেছিল পুঁজির আদিম সঞ্চয়নের ইতিবৃত্ত। ১৯ শতকের পর আর কোনও দার্শনিকের চিন্তাধারা বিশ্বজুড়ে এতোটা আলোড়ন তুলতে পারেনি, যতোটা তুলেছিল মার্ক্স-এঙ্গেলস-এর রাজনৈতিক দর্শন। রাশিয়ার বলশেভিক বিপ্লব সম্পন্ন হয়েছিল তাদের নামেই। বিশ্বজুড়ে কমিউনিস্ট আন্দোলনের গাইডবুক হিসেবে আজও তারা প্রাসঙ্গিক। সমালোচকরা অবশ্য তাদের মতবাদকে ‘অসার’ বলে থাকে। কেউ কেউ তাদের দেখে থাকেন কর্তৃত্বচর্চাকারী হিসেবে। তাদের বিপ্লবী রাজনীতির তত্ত্ব কারও কারও কাছে ‘গণহত্যা’র প্রেরণা। তবে সমাজতত্ত্বের পঠনপাঠনে তাদের আজও অস্বীকার করা যায়নি।

প্রতি বছর শত শত মানুষ কার্ল মার্কসের সমাধি দেখতে যায় ১৯৭০ এর দশকেও একবার হামলার শিকার হয়েছিল মার্ক্সের স্মৃতিস্তম্ভ। সে সময় পাইপ বোমা দিয়ে এর ওপর হামলা করা হয়েছিল। এতে রঙ মাখিয়ে দেওয়া কিংবা শ্লোগান লিখে রাখার ঘটনারও অতীত নজির রয়েছে।

/বিএ/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!