X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আরব বিশ্বের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী রায়া হাফার আল হাসান

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৮
image

লেবানন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রায়া হাফার আল হাসানের। এর মাধ্যমে আরব বিশ্ব পেতে যাচ্ছে প্রথম কোনও নারী স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ২০০৯-২০১১ মেয়াদে লেবাননের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।  রায়া আল হাসান ছাড়াও লেবাননের মন্ত্রী পরিষদে ঠাঁই হয়েছে আরও তিন নারীর। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, এর মাধ্যমে লেবাননের পরুষ সংখ্যাগরিষ্ঠতা থাকা রাজনৈতিক মঞ্চে বাড়ল নারীর দৃষ্টিগ্রাহ্য উপস্থিতি। রায়া হাফার আল হাসান
লেবাননে গঠিত নতুন সরকারে এবার মোট চার জন নারীকে মন্ত্রী পদে নিয়োগ দেওয়া হবে। এ সংখ্যা লেবাননের ইতিহাসে সর্বোচ্চ। গত সরকারের মাত্র একজন নারী মন্ত্রী পদে ছিলেন। রয়টার্স জানিয়েছে, সেই সরকারের নারী বিষয়ক মন্ত্রীও ছিলেন একজন পুরুষ।
রায়া মন্তব্য করেছেন, ‘বিশ্বের বহু দেশেই স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পদে নারীরা কাজ করেছেন এবং সাফল্যের স্বাক্ষর রেখেছেন। আরব বিশ্বের জন্য এমন পদে কোনও নারীর নিয়োগ নতুন ঘটনা হলেও আমি আশা করি, বিশ্বের অন্যান্য স্থানে নারীরা যেমন সফলতা পেয়েছেন এক্ষেত্রে তারই পুনরাবৃত্তি হবে।’
৩০ সদস্যের মন্ত্রীপরিষদে রায়া ছাড়াও আরও যে তিন জন নারী নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন জ্বালানি মন্ত্রী, প্রশাসনিক উন্নয়ন মন্ত্রী এবং নারী ও তরুণদের ক্ষমতায় বিষয়ক মন্ত্রী। রয়টার্স লিখেছে, লেবাননের সামাজিক ও ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশাসনের প্রভাব থাকলেও সেখানকার সমাজে নারীকে প্রকাশ্যে বিভিন্ন পদে দায়িত্ব পালন করতে দেখা যায়। বিয়ে, সম্পদের বণ্টনের মতো বিষয়ে ধর্মীয় বিধান মেনে চলতে হলেও দেশটি আরব অঞ্চলের বাকি দেশগুলোর তুলনায় উদারপন্থী হিসেবে পরিচিত।
লেবাননে ধর্ষণের শিকার নারীকে বিয়ে করলে ধর্ষকের শাস্তি মওকুফের আইন বাতিল হয়ে গেছে। কিন্তু এখনও দেশটিতে  অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়া ও স্ত্রীকে ‘ধর্ষণের’ বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে আইন পাস হয়নি। প্রশাসনিক উন্নয়নমন্ত্রী মে শাদিয়াক মন্তব্য করেছেন, ‘যেখানে আন্তর্জাতিক বিশ্ব লৈঙ্গিক সমতা নিশ্চিতে এগিয়ে যাচ্ছে সেখানে লেবানন এখনও পুরুষতান্ত্রিক প্রাচীন আইন নিয়ে বসে আছে। এভাবে চললে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব না।’
অন্যদিকে নারী ও তরুণদের ক্ষমতায়নের দায়িত্ব পাওয়া  মন্ত্রী ভায়োলেট সাফাদি মন্তব্য করেছেন, ‘লেবানন একটি পুরুষতান্ত্রিক সমাজ। গুরুত্বপূর্ণ পদগুলোতে, বিশেষ করে সংসদ ও সরকারে, নারীদের অবস্থান অত্যন্ত কম। আমি মনে করি,  আমরা সেই বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছি।’
জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন,  নারা বোস্তানি খৌরি। তিনি লেবাননের মন্ত্রী পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য। এর আগে তিনি জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে কাজ করেছেন।

/এএমএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…