X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভারত পৌঁছেছেন সৌদি যুবরাজ, বাণিজ্য- বিনিয়োগ শীর্ষ এজেন্ডা

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫০

দুই দিনের পাকিস্তান সফর শেষে ভারতে পৌঁছেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বভাবসুলভ আলিঙ্গনে টেনে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে দেশ দুটিতে সৌদি আরবের যুবরাজের পূর্বনির্ধারিত এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সৌদি যুবরাজের সফর ঘিরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মোদির সঙ্গে যুবরাজের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ে আলোচনা হবে। আলোচনায় থাকবে সন্ত্রাসবাদ দমন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও। বুধবার সৌদি যুবরাজ ও ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিল্লি বিমানবন্দরে পৌঁছালে সৌদি যুবরাজকে আলিঙ্গন করেন ভারতের প্রধানমন্ত্রী

বিগত দুই দশকে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অনেক ঘণিষ্ঠ হয়ে উঠেছে। প্রায় ২৭ লাখ ভারতীয় প্রবাসী সৌদি আরবে অবস্থান করছে। ভারতের চতুর্থ শীর্ষ বাণিজ্য সহযোগী সৌদি আরব। দেশ দুটির দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২৮০০ কোটি মার্কিন ডলার। রিয়াদের জ্বালানির অন্যতম ক্রেতা ভারত। সৌদি আরবের অপরিশোধিত তেল রফতানির ২০ শতাংশ কিনে থাকে ভারত।

কাতারভিত্তিক আল জাজিরা জানিয়েছে, সৌদি যুবরাজ ও ভারতীয় প্রধানমন্ত্রীর আলোচনায় সৌদি আরবের শীর্ষ তেল কোম্পানি আরামকো ভারতে শোধণাগার স্থাপনে বিনিয়োগ নিয়ে আলোচনার আশা করা হচ্ছে। এই আলোচনার মধ্যে থাকবে ভারতের মহারাষ্ট্রে পশ্চিম উপকূলে ৪৪০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে আরামকোর বিনিয়োগ।

সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস জানিয়েছেন ভূমি অধিগ্রহণ নিয়ে কৃষকদের প্রতিবাদের মুখে সৌদি-ভারত প্রজেক্ট নতুন জায়গায় সরিয়ে নেওয়া হবে।

দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এর কর্মকর্তা মনোজ জোসি আল জাজিরাকে বলেছেন, তেলের বড় ক্রেতা ভারত আর শীর্ষ তেল উৎপাদক সৌদি আরবের মধ্যে পারস্পারিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ভারতের কর্পোরেট প্রতিষ্ঠান, দক্ষ জনবল ও ব্যবস্থাপনা ইতিমধ্যে সৌদি আরবে বড় ভূমিকা রাখছে। এর পরিবর্তে সৌদি আরব জাতীয় বিনিয়োগ ও অবকাঠামো তহবিলে দ্রুত বিনিয়োগের মাধ্যমে ভারতের উন্নয়নে ভূমিকা রাখছে। ভারতের তেলবিহীন খাতে বিনিয়োগও সৌদি আরবের অর্থনৈতিক কৌশলের অংশ।  

গত নভেম্বরে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ ও সৌদি সিংহাসনের উত্তরাধিকার ঘোষনা করেন ভারতের বিনিয়োগ ও অবকাঠামো তহবিলে প্রাথমিক বিনিয়োগ চূড়ান্ত করার দ্বারপ্রান্তে রয়েছেন। আপাত সার্বভৌম এই তহবিলের মাধ্যমে ভারতের বন্দর, মহাসড়ক ও অন্যান্য প্রকল্প এগিয়ে নিতে সহায়তা করবে সৌদি আরব।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ৩০ ঘণ্টার সফর শেষে বুধবার রাত ১১.৫০ মিনিটে রিয়াদের উদ্দেশে রওনা দেবেন সৌদি যুবরাজ।

 

/জেজে/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা