X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শামীমার নাগরিকত্ব নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের ভিন্নমত

অদিতি খান্না, যুক্তরাজ্য
২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫৫
image

আইএসে যোগ দেওয়া তরুণী শামীমা বেগমের নাগরিকত্ব নিয়ে কূটনৈতিক মতভিন্নতা দেখা দিয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে। যুক্তরাজ্য মনে করে, বাবা-মায়ের সূত্রে শামীমার বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে। অন্যদিকে বাংলাদেশ বলেছে, শামীমা বাংলাদেশের নাগরিক নয়। কোনও দিন বাংলাদেশে যায়নিও। তাকে বাংলাদেশে পাঠানোর বিষয়ে যেসব আলোচনা হচ্ছে, তা গভীরভাবে উদ্বেগজনক। শামীমা বেগম
লন্ডনের বেথনেল গ্রিন অ্যাকাডেমি স্কুলের শিক্ষার্থী ছিল শামীমা। ২০১৫ সালে আমিরা আবাসে ও খাদিজা সুলতানা নামের আরও দুই কিশোরীকে সঙ্গে নিয়ে আইএসে যোগ দিয়েছিল সে। পরিবারকে একদিনের জন্য বাইরে যাওয়া কথা বলে প্রথমে তুরস্ক যায় তারা। সেখান থেকে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করে ওই তিন কিশোরী। জিহাদিদের বিয়ে করে সন্তানদের যুদ্ধে পাঠানোর পরিকল্পনা ছিল তাদের।
শামীমা স্কাই নিউজকে বলেছিল, রাকায় পৌঁছে ইংরেজি জানা যোদ্ধাকে বিয়ের আবেদন করে সে। ১০ দিন পর ২৭ বছর বয়সী এক ডাচ নাগরিকের সঙ্গে বিয়ে হয় তার। শামীমার স্বামী পরে সিরীয় সেনাবাহিনীর কাছে আত্মসমপর্ণ করে। পরে বাঘুজ থেকে পালিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেয় তারা। অপুষ্টি ও অযত্নে তার দুইটি সন্তান জন্মের আগেই মারা গেছে। সর্বশেষ সে জন্ম দেয় জেরাহকে।
গত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) শামীমা বেগমের নাগরিকত্ব বাতিল করে দেয় যুক্তরাজ্য সরকার। সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের ভাষ্য, শামীমা বেগমের বাবা বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। তার মায়ের মতো তার বাবার জন্মও বাংলাদেশে। সুতরাং ২১ বছর হওয়ার আগ পর্যন্ত শামীমা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার দাবিদার। শামীমার বর্তমান বয়স ১৯ বছর। বয়স ২১ বছর হয়ে যাওয়ার পর শামীমা তার স্বয়ংক্রিয়ভাবে পাওয়া বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব রাখা না রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ গত বুধবার (২০ ফেব্রুয়ারি) টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে শামীমার নাগরিকত্বের বিষয়ে বলেছেন, যুক্তরাজ্য তার নাগরিকত্ব কেড়ে নিলেও সে রাষ্ট্রহীন হয়ে পড়বে না। যুক্তরাজ্যের আইনে বলা আছে, সরকার মনে করলে ঝুঁকিপূর্ণ যে কারওর নাগরিকত্ব বাতিল করতে পারে। কিন্তু এ কাজ তখনই করা যায়, যখন তার অন্য কোনও দেশের নাগরিকত্ব থাকে। শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করার অর্থ হচ্ছে, তার অন্য কোনও দেশের নাগরিকত্ব আছে বলে মনে করে যুক্তরাজ্য।
সন্তান জেরাহকে কোলে নিয়ে শামীমা বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ বিষয়ে টুইটারে লিখেছেন, ‘আইএসে যোগ দেওয়া শামীমা বেগম বাংলাদেশের নাগরিক নয়।’ জঙ্গিবাদ দমনে বাংলাদেশের ‘জিরো টলারেন্সের’ কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিবৃতি দিয়েছে। বিবৃতির ভাষ্য, ‘শামীমা বেগমকে ভুল তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের দ্বৈত নাগরিক হিসেবে আখ্যায়িত করার বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক। শামীমা বেগম বাংলাদেশের নাগরিক নয়। জন্মসূত্রে সে যুক্তরাজ্যের নাগরিক। দ্বৈত নাগরিকত্ব পাওয়ার বিষয়ে সে কখনও বাংলাদেশের কাছে আবেদন করেনি। এমন কি বাবা-মায়ের জন্মস্থান হলেও, শামীমা আগে কখনও বাংলাদেশে আসেনি। সুতরাং তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়ার কোনও প্রশ্নই আসে না।’
শামীমা নিজেও বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পক্ষেও কোনও মন্তব্য করেনি। বরং যুক্তরাজ্যের নাগরিকত্ব বাতিলের বিষয়ে সে বলেছে, ‘আমার মাত্র একটিই নাগরিকত্ব আছে। সেটাও যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আমার আর কিছু থাকবে না।’ শামীমা অন্য দেশের নাগরিকত্ব পাওয়া না পাওয়ার বিষয়ে বরং নেদারল্যান্ডের নাম নিয়েছে। কারণ যে আইএস জঙ্গিকে সে বিয়ে করেছিল সে নেদারল্যান্ডের নাগরিক।
এদিকে, নেদারল্যান্ড তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নিজেদের অপারগতা জানিয়ে দিয়েছে। তাদের ভাষ্য, একে তো নেদারল্যান্ডে প্রবেশের বিষয়ে শামীমার কাছে প্রয়োজনীয় নথিপত্র নেই, তার ওপর সে জঙ্গিবাদে জড়িত। সুতরাং এমনিতেই তার নেদারল্যান্ডে প্রবেশের কোনও সুযোগ নেই।
নাগরিকত্ব বাতিল করতে গিয়ে আগেও আইনি চ্যালেঞ্জের মধ্যে পড়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির বিরোধী দল লেবার পার্টির পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিল আদালত।

/এএমএ/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!