X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশি ডুবোজাহাজ ও ডেস্ট্রয়ার নিয়ে ইরানের মহড়া শুরু

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৭
image

পারস্য উপসাগরে দেশে তৈরি ডুবোজাহাজ ও ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজ নিয়ে সামরিক মহড়া শুরু করেছে ইরান। এতে পরীক্ষা করা হবে ডুবোজাহাজ থেকে ছোঁড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা। ক্রুজ ক্ষেপণাস্ত্রটিও ইরান নিজে তৈরি করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২২ জানুয়ারি) থেকে শুরু হওয়া মহড়াটি তিন দিন ধরে চলবে। মহড়ার সীমা হরমুজ প্রণালি থেকে শুরু করে ভারত মহাসাগর এলাকাজুড়ে বিস্তৃত। এতে যোগ দিয়েছে শতাধিক ইরানি সামরিক নৌ যান। দেশি ডুবোজাহাজ ও ডেস্ট্রয়ার নিয়ে ইরানের মহড়া শুরু
পারমাণবিক অস্ত্র গবেষণা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে ইরানের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যে আন্তর্জাতিক চুক্তি ইরানের হয়েছিল, সে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ইরান অঞ্চলটিতে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে। ফলে ইরানে আবার বলবৎ হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা।
অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এমন অবস্থায় দীর্ঘদিন পরে আবারও সাগরের ওই এলাকায় উপস্থিত হয়েছে যুক্তরাষ্ট্রের এয়ারক্র্যাফট ক্যারিয়ার (বিমানবাহী রণতরী) ইউএসএস জন সি স্টেনিস।
শুক্রবার শুরু হওয়া মহড়ার বিষয়ে ইরানি নৌ বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খাঞ্জাদি বলেছেন, ‘এই মহড়ায় বেশ কিছু ভিন্ন ভিন্ন ঝুঁকি মোকাবেলার বিষয়ে মহড়া হবে, পরীক্ষা করা হবে সমরাস্ত্র। সেই সঙ্গে মূল্যায়ন করা হবে সরঞ্জাম ও বাহিনীর সদস্যদের যুদ্ধ সক্ষমতা।’
তিনি আরও বলেছেন, এই মহড়ায় ‘ডুবোজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। তাছাড়া, শাহান্দ ডেস্ট্রয়ার থেকে উড্ডয়ন করবে হেলিকপ্টার ও ড্রোন।’ দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, যে ডুবোজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরীক্ষা হবে এই মহড়ায়, সেই ডুবোজাহাজের নাম ফাতেহ। গত সপ্তাহ থেকে এটি ইরানি নৌ বাহিনী ব্যবহার করছে।
এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটিও ইরানের তৈরি। এর পাল্লা প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার। এ মাসের শুরুতেই ইসলামিক বিপ্লবের বার্ষিকী উদযাপন উপলক্ষে ক্রুজ ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়েছিল। মহড়ায় যোগ দেওয়া শাহান্দ ডেস্ট্রয়ারটিও ইরানের নিজের তৈরি। গত ডিসেম্বর মাস থেকে এটি ব্যবহৃত হচ্ছে। ইরানের দাবি শাহান্দ ডেস্ট্রয়ার (ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজ) শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। দেশি ডুবোজাহাজ ও ডেস্ট্রয়ার নিয়ে ইরানের মহড়া শুরু

/এএমএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা