X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

'লাগতে এলে' ভারতকে সমুচিত জবাব দেব: পাকিস্তান সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৮
image

আক্রমণের শিকার হলে ভারতকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এক সপ্তাহ আগে সংঘটিত কাশ্মিরের জঙ্গি হামলায় দায়ী করে  ইসলামাবাদকে সামরিক আক্রমণের হুমকি দিয়ে আসছে ভারত।  জবাবে পাকিস্তানের আন্তবাহিনী গণসংযোগ পরিদফতর থেকে দেওয়া সেনা-বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের কোনও ইচ্ছে নেই তাদের। তবে ভারত ‘লাগতে এলে’ এমন জবাব দেওয়া হবে যা দিল্লির কাছে ‘বিস্ময়কর হবে’। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের হামলা প্রতিহত করার ঘোষণা দেওয়ার একদিনের মাথায় সে দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হলো।

'লাগতে এলে' ভারতকে সমুচিত জবাব দেব: পাকিস্তান সেনাবাহিনী

১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। ভারত বলছে, এ ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। তারা দাবি করছে, পাকিস্তান সেনাবাহিনীর গর্ভেই হামলাকারী গোষ্ঠী জইশ-ই মোহাম্মদের জন্ম।
ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এনে সামরিক হামলারও ইঙ্গিত দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে আন্তবাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ‘যুদ্ধের উসকানি সৃষ্টির কোনও অভিপ্রায় আমাদের নেই।’ ভারতের হুমকির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন,  'পূণাঙ্গ শক্তি ব্যবহার করে এমন জবাব দেব, যা নিয়ে বিস্মিত না হয়ে উপায় থাকবে না।' 

মেজর জেনারেল আসিফ গফুর

সংবাদ সম্মেলনে জেনারেল গফুর বলেন, 'যুদ্ধ করার মানসিকতা আমাদের নেই। তবে আমাদের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার জবাব দেওয়ার অধিকার আমাদের আছে। পাকিস্তানের সঙ্গে তাই লাগতে আসবেন না।' যোগ করেন তিনি।

এর আগে ভারতের হুমকির জবাবে এক ভিডিওবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী  ইমরান খান বলেছিলেন, ‘যদি এই হুমকি সত্যি হয়ে থাকে তবে লিখে রাখুন, পাকিস্তান বসে থাকবে না, প্রতিহত করা হবে।’ 

/বিএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া