X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সুদানের ভাইস প্রেসিডেন্ট করা হলো প্রতিরক্ষামন্ত্রী আওয়াদকে

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৯
image

সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ মোহাম্মদ আহমেদ ইবনে আউফকে। গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি ) দেশটিতে জরুরি অবস্থা জারি হয়েছে, যা আগামী এক বছর জারি রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৩০ বছর ধরে সুদানের ক্ষমতায় থাকা ওমর আল বশিরের বিরুদ্ধে দেশটিতে চলছে প্রচণ্ড বিক্ষোভ। তার গত ৩০ বছরের শাসনকালে এত তীব্র বিক্ষোভ আর দেখা যায়নি। সুদানের ভাইস প্রেসিডেন্ট করা হলো প্রতিরক্ষামন্ত্রী আওয়াদকে
সুদানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয় গত ১৯ ডিসেম্বর। প্রাথমিকভাবে আন্দোলনকারীদের অভিযোগ ছিল মূল্যস্ফীতি ও দারিদ্র্য। কিন্তু দ্রুতই তা সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়। কারণ বশিরকে আরও এক মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ করে দিতে একটি সংশোধনী পাসের উদ্যোগ নেওয়া হয়েছিল। সংসদের বেশিরভাগ সদস্য এই সংশোধনী পাসের পক্ষে থাকলেও বিরোধীরা প্রতিবাদ জানায়।
শুক্রবার বশির টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেছেন, তিনি কেন্দ্র ও প্রাদেশিক সরকারগুলোকে খারিজ করে দিয়েছেন। এর বদলে সবগুলো মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করছেন। পদে বহাল থাকছেন শুধু প্রতিরক্ষা, পররাষ্ট্র ও আইনমন্ত্রী। তার দাবি, তিনি অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করবেন। এদিকে, সংশ্লিষ্ট সংশোধনীটি পাসের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে দেশটির সংসদ।
প্রেসিডেন্ট বশির তার ভাষণে বিরোধীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। কিন্তু দেশটির সবচেয়ে বড় বিরোধী দল ‘ন্যাশনাল কনসেন্সাস ফোর্সেসের’ পক্ষ থেকে বলা হয়েছে, বছরব্যাপী জরুরি অবস্থার জারির যে ঘোষণা বশির দিয়েছেন, তার একমাত্র পরিণতি আরও তীব্র আন্দোলন। জরুরি অবস্থা ঘোষণার পর তারা রাস্তায় অবস্থান নিয়েছেন। রাস্তায় রাস্তায় ব্যারিকেড স্থাপন করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চালানো হচ্ছে।
সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির সুদানের সাবেক সেনাপ্রধান। ১৯৮৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেছিলেন। ২০১০ ও ২০১৫ সালে নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে। তার সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে ৬০ জনের মতো প্রাণ হারিয়েছেন। যদিও বশির সরকারের দাবি, নিহতের সংখ্যা মাত্র ৩২।
আন্দোলনের শুরুর দিকে তিনি দাবি করেছিলেন, বিরোধীরা বিদেশিদের ক্রীড়ানক হিসেবে কাজ করছে। তাদের উচিত ভোটের বাক্সে শক্তি পরীক্ষা করা। তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘অস্থিতিশীলতা’ তৈরির অভিযোগ এনে বলেছিলেন, তাদের লিবিয়ার দিকে তাকানো উচিত। অস্থিতিশীলতা সুদানকে লিবিয়ার পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

/এএমএ/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি