X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি হতে যাচ্ছেন কেলি ক্র্যাফট

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৯
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বলেছেন জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি হিসেবে তিনি নিয়োগ দিতে যাচ্ছেন কেলি ক্র্যাফটকে। কানাডায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূত নিকি হ্যালির স্থলাভিষিক্ত হবেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সদ্য সাবেক মার্কিন স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন গত অক্টোবর মাসে। ২০১৮ সালের শেষের দিকে তিনি অব্যাহতি নেন। আগামী মার্কিন নির্বাচনে তিনি রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন। জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি হতে যাচ্ছেন কেলি ক্র্যাফট
কেলি ক্র্যাফট মার্কিন রিপাবলিকান পার্টির একজন শীর্ষস্থানীয় অর্থদাতা। প্রায় চার মাসের যাচাই বাছাই শেষে তার নাম চূড়ান্ত করা হয়েছে। কেলি নিজে কেন্টাকির বাসিন্দা। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি হিসেবে তার নাম এ সপ্তাহে জোরেশোরে আলোচিত হতে থাকে যখন কেন্টাকির আরেক প্রভাবশালী রাজনীতিবিদ মিচ ম্যাককোনেল তার জন্য সুপারিশ করেন।
মিচ ম্যাককোনেল মার্কিন সিনেটে রিপাবলিকানদের নেতা। তার সুপারিশ পাওয়ার কারণে সিনেটের অনুমোদন পেতে কেলিকে বেগ পেতে হবে না। হোয়াইট হাউসের একটি সূত্র নিশ্চিত করেছে, ক্র্যাফট নিকি হ্যালির মতো মন্ত্রীর সমমর্যাদা পাবেন না। কারণ ট্রাম্প জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধির পদমর্যাদা পুনর্নির্ধারণ করে মন্ত্রীর পদমর্যাদার নিচে নামিয়ে দিয়েছেন।
ট্রাম্প শুক্রবার এক টুইটার বার্তায় লিখেছেন, ‘দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কেলি দারুণ কাজ করেছে। আমার কোনও সন্দেহ নেই, তিনি সর্বোচ্চ স্তরে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কেলির বিষয়ে লিখেছেন, ‘তিনি অত্যন্ত যোগ্য এবং কানাডায় দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের পক্ষে ভূমিকা রেখেছেন।’ কেলি ইতোমধ্যেই ট্রাম্প, পম্পেও ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেছেন।

/এএমএ/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’