X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলায় পেমন আদিবাসীদের ওপর গুলি, নিহত ২

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৭
image

ভেনেজুয়েলার সরকার গুলি চালিয়ে আদিবাসী দুই আন্দোলনকারীকে হত্যা করেছে। পেমন আদিবাসী গোষ্ঠীর সদস্যরা ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে সীমান্ত খোলা রাখার পক্ষপাতী। কিন্তু শুক্রবার কামারাকাকপে শহরের প্রান্তে অবস্থিত ব্রাজিল সীমান্তে ভেনেজুয়েলার সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ড ট্যাংক নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত করতে। আদিবাসী গোষ্ঠীর সদস্যরা সেনা বহরটিকে অগ্রসর হতে বাধা দিলে সংঘর্ষের সূচনা হয়। মার্কিন সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড জানিয়েছে,  শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সরকারি নিরাপত্তা বাহিনীর হামলায় আহত হয়েছে অন্তত ১৪ জন। গ্রান সাভানা পেমনদের বাসস্থান
রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে ত্রাণ নিয়েও ভেনেজুয়েলায় দেখা দিয়েছে বিরোধপূর্ণ অবস্থান। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমর্থনপ্রাপ্ত স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোয়ান গোয়াইদো জানিয়েছেন, তিনি ভেনেজুয়েলানদের জন্য পাঠানো আন্তর্জাতিক ত্রাণ বিতরণ করতে চান। অন্যদিকে, ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, ভেনেজুয়েলা ভিক্ষুক নয়, যে মার্কিন ত্রাণ গ্রহণ করবে। অথচ খাদ্য-ওষুধের প্রবল সংকটে থাকা ভেনেজুয়েলাবাসী আশ্রয় নিচ্ছে প্রতিবেশী কলম্বিয়া, ব্রাজিলের মতো দেশে।
ভেনেজুয়েলার বিরোধী দলীয় রাজনীতিবিদরা জানিয়েছেন, সরকার আন্তর্জাতিক ত্রাণের প্রবেশ বাধাগ্রস্ত করতে সীমান্তে সেনা বহর পাঠাচ্ছিল। সংশ্লিষ্ট আদিবাসী নাগরিকরা তাদের পথরোধ করে। এক পর্যায়ে গুলি চালায় সরকারি নিরাপত্তা বাহিনী। তাদের গুলিতে নিহত হন জোরাইদা রড্রিগেজ নামের এক পেমন নারী। তিনি সড়কের ধারে খাবার বিক্রি করতেন। পেমনদের নিবাস গ্রান সাভানার মেয়র এমিলিও গঞ্জালেজ নিশ্চিত করেছেন জোরাইদা রড্রিগেজ নামক নারীর মৃত্যুর তথ্য।
তবে মেয়র  গঞ্জালেজ জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করেছিল। ততেই সংশ্লিষ্ট নারীর মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলার বিরোধী দলের সদস্য অ্যামেরিকো ডি গ্রাজিয়া তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, সংঘর্ষের পর আহতদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। কিন্তু গুরুতরভাবে আহতদের মধ্যে একজন পরে মারা গেছেন।
পেমন নারীর প্রতীকী ছবি পেমন আদিবাসীরা ভেনেজুয়েলা, ব্রাজিল ও গায়ানা সীমান্তের পাহাড়ি এলাকায় বসবাস করে। বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস তাদের বসবাসের এলাকায় অবস্থিত। ভেনেজুয়েলা ‘গ্রান সাভানাতে’ (গ্রেট সাভানাহ) বসবাস করা পেমনরা আগেও খনির মালিকানা নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
‘গ্রান সাভানার’ আকুরিমো অঞ্চলে বসবাসরত পেমনদের নেতা অ্যাঞ্জেল পেরেজ এ মাসেই রয়টার্সের  সঙ্গে হওয়া কথোপকথনে বলেছিলেন, ‘ত্রাণবাহী ট্রাক যদি এই ঢুকতে দেওয়া না হয়, তাহলে সরকারি যানবাহনও এই রাস্তায় চলতে পারবে না। জনগণের জন্য যদি কোনও কিছু না থাকে, তাহলে সরকারের জন্যও কোনও কিছু থাকবে না।’
গ্রেট সাভানার মেয়র এমিলিও গঞ্জালেজও রয়টার্সকে বলেছিলেন, জনগণের জন্য অনিবার্যভাবে প্রয়োজনীয় ত্রাণ নিয়ে রাজনীতি করা উচিত নয়। তার ভাষ্য, ‘আমরা শারীরিকভাবে প্রস্তুত আমাদের অস্ত্র নিয়ে। ত্রাণবাহী গাড়ি চলাচল নিশ্চিতে সীমান্ত উন্মুক্ত রাখার জন্য আমরা যেকোনও পদক্ষেপ নিতে পারি। ন্যাশনাল গার্ড হোক আর সরকার হোক, কেউ আমাদের থামাতে পারবে না।’

/এএমএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!