X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ, বিজয়ীর হাসি গোয়াইদোর

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৮
image

ভেনেজুয়েলায় আন্তর্জাতিক ত্রাণের প্রথম চালানটি অবশেষে ভেনেজুয়েলায় প্রবেশ করতে পেরেছে। ব্রাজিল সীমান্ত দিয়ে প্রবেশ করা ত্রাণবাহী ট্রাকটির সঙ্গে দেখা গেছে স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোয়ান গোয়াইদোকে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভেনেজুয়েলা সরকার ত্রাণবাহী গাড়ির প্রবেশ ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করলেও শেষ পর্যন্ত কোনও সংঘর্ষ ছাড়াই এই ত্রাণ পৌঁছায় দেশটিতে। ভেনেজুয়েলায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ, বিজয়ীর হাসি গোয়াইদোর
রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে ত্রাণ নিয়ে ভেনেজুয়েলায় দেখা দিয়েছে বিরোধপূর্ণ অবস্থান। হোয়ান গোয়াইদো জানিয়েছেন, তিনি ভেনেজুয়েলানদের জন্য পাঠানো আন্তর্জাতিক ত্রাণ বিতরণ করতে চান। অন্যদিকে, ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, ভেনেজুয়েলা ভিক্ষুক নয়, যে মার্কিন ত্রাণ গ্রহণ করবে। অথচ খাদ্য-ওষুধের প্রবল সংকটে থাকা ভেনেজুয়েলাবাসী আশ্রয় নিচ্ছে প্রতিবেশী কলম্বিয়া, ব্রাজিলের মতো দেশে। যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা মনে করে, আন্তর্জাতিক ত্রাণ গোয়াইদোর মাধ্যমে ভেনেজুয়েলায় বিতরণ করা সম্ভব হলে তা মাদুরোর ভাবমূর্তিকে দেশবাসীর সামনে ম্লান করে দিতে সক্ষম হবে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) একদিকে যেমন ভেনেজুয়েলার সরকারি বাহিনীর হামলায় দুই পেমন আদিবাসী আন্দোলনকারীর মৃত্যুর ঘটনা ঘটেছে, তেমনি চার ন্যাশনাল গার্ড সদস্যের পক্ষত্যাগের ঘটনাও ঘটেছে। বিরোধীরা ত্রাণবাহী ট্রাক ভেনেজুয়েলায় ঢুকতে দেওয়ার দাবিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে। রাস্তায় রাস্তায় বসিয়েছে ব্যারিকেড। মোড়ে মোড়ে জ্বালিয়েছে টায়ার।
শনিবার ব্রাজিল সীমান্ত দিয়ে একটি সাদা ট্রাককে ত্রাণ নিয়ে ভেনেজুয়েলায় ঢুকতে দেখা যায়। সেখানে ট্রাকে উঠে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান গোয়াইদো। আর এই ঘটনার ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিতো আব্দো।  এদিকে কলম্বিয়া থেকে ত্রাণবাহী ট্রাকের রওনা হওয়ার কথা জানিয়েছে বিবিসি। সেগুলোরও খুব শীঘ্রই কুকুতা শহর দিয়ে ভেনেজুয়েলায় প্রবেশ করতে পারার কথা।

২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক বিপর্যস্ততা ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা হোয়ান গোয়াইদো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম স্বীকৃতিদাতা। এক একে লাতিন আমেরিকার অনেকগুলো দেশসহ ইউরোপের কয়েকটি দেশও গোয়াইদোকে স্বীকৃতি দেয়। আর বামপন্থী প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর পক্ষে দাঁড়ায় চীন, রাশিয়া ও তুরস্কের মতো দেশ।

/এএমএ/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান