X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলায় ত্রাণ প্রবেশ নিয়ে সংঘর্ষ: ত্রাণবাহী ট্রাকে আগুন

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১

ভেনেজুয়েলায় ত্রাণ প্রবেশ নিয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে দেশটি ব্রাজিল ও কলম্বিয়া সীমান্ত। কলম্বিয়া সীমান্তে একটি ত্রাণবাহী ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া ব্রাজিল সীমান্তে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতেরও খবর পাওয়া গেছে।

ভেনেজুয়েলায় ত্রাণ প্রবেশ নিয়ে সংঘর্ষ: ত্রাণবাহী ট্রাকে আগুন

রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে ত্রাণ নিয়ে ভেনেজুয়েলায় দেখা দিয়েছে বিরোধপূর্ণ অবস্থান। হোয়ান গোয়াইদো জানিয়েছেন, তিনি ভেনেজুয়েলানদের জন্য পাঠানো আন্তর্জাতিক ত্রাণ বিতরণ করতে চান। অন্যদিকে, ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, ভেনেজুয়েলা ভিক্ষুক নয়, যে মার্কিন ত্রাণ গ্রহণ করবে। অথচ খাদ্য-ওষুধের প্রবল সংকটে থাকা ভেনেজুয়েলাবাসী আশ্রয় নিচ্ছে প্রতিবেশী কলম্বিয়া, ব্রাজিলের মতো দেশে। যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা মনে করে, আন্তর্জাতিক ত্রাণ গোয়াইদোর মাধ্যমে ভেনেজুয়েলায় বিতরণ করা সম্ভব হলে তা মাদুরোর ভাবমূর্তিকে দেশবাসীর সামনে ম্লান করে দিতে সক্ষম হবে।

দেশটির টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদের ফুটেজে দেখা যায়, একটি ট্রাকে আগুন লাগার পর আরেকটি ট্রাক থেকে ত্রাণের বাক্স সরিয়ে দেওয়া হচ্ছে। গুইদো অভিযোগ করেছেন, সরকারের পক্ষের লোকই ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করছে। আর সাহসী স্বেচ্ছাসেবীরা সেটা বাঁচানোর চেষ্টা করছেন।

এদিকে ব্রাজিল সীমান্তে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কোরেও দেল কারোনি। সেখানে বলা হয়, নিরাপত্তা কর্মীদের আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৬ বছর বয়সী এক ব্যক্তি। পরে সেখানেই মৃত্যু হয় তার।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) একদিকে যেমন ভেনেজুয়েলার সরকারি বাহিনীর হামলায় দুই পেমন আদিবাসী আন্দোলনকারীর মৃত্যুর ঘটনা ঘটেছে, তেমনি চার ন্যাশনাল গার্ড সদস্যের পক্ষত্যাগের ঘটনাও ঘটেছে। বিরোধীরা ত্রাণবাহী ট্রাক ভেনেজুয়েলায় ঢুকতে দেওয়ার দাবিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে। রাস্তায় রাস্তায় বসিয়েছে ব্যারিকেড। মোড়ে মোড়ে জ্বালিয়েছে টায়ার।

২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক বিপর্যস্ততা ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা হোয়ান গোয়াইদো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম স্বীকৃতিদাতা। এক একে লাতিন আমেরিকার অনেকগুলো দেশসহ ইউরোপের কয়েকটি দেশও গোয়াইদোকে স্বীকৃতি দেয়। রা বামপন্থী প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর পক্ষে দাঁড়ায় চীন, রাশিয়া ও তুরস্কের মতো দেশ।

 

/এমএইচ/
সম্পর্কিত
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
ইসরায়েল ও ফিলিস্তিন ভ্রমণে কানাডার সতর্কতা
ইরানকে বাইডেনের সতর্কতা
সর্বশেষ খবর
সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান
সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান
গরমে আরও ডায়রিয়া রোগী বাড়ার শঙ্কা
গরমে আরও ডায়রিয়া রোগী বাড়ার শঙ্কা
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের