X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

‘যথাসময়ে যথাস্থানে’ ভারতীয় হামলার জবাব দেওয়া হবে: পাকিস্তান

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৭

যথাসময়ে ও যথাস্থানে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে বিমান হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। সে দেশের জাতীয় নিরাপত্তা বিভাগ মঙ্গলবার প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক বিশেষ বৈঠকের পর দেওয়া বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

‘যথাসময়ে যথাস্থানে’ ভারতীয় হামলার জবাব দেওয়া হবে: পাকিস্তান

 

১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধনে ওই হামলা সংঘটিত হয়েছে দাবি করে তখন থেকেই সামরিক হামলার হুমকি দিয়ে আসছিলো ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টা নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে।
নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে জানায়, ‘‘ভারত আগ্রাসন চালিয়েছে আর পাকিস্তান অবশ্যই যথাযথ সময়ে নিজেদের পছন্দ অনুযায়ী কোনও স্থানে এর জবাব দেবে।’ বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান সশস্ত্র বাহিনী ও জনগণকে যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ‘তিনি বিশ্বনেতাদের সামনে ভারতের এই দায়িত্বজ্ঞানহীন নীতি উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছেন।’
মঙ্গলবার এনএসসির বৈঠকে অংশ নেন পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবাইর মাহমুদ হায়াত, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খানসহ মন্ত্রিসভার সদস্যরা। ভারতীয় হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনীর ত্বরিত পদক্ষেপের প্রশংসা করেন ইমরান। বুধবার ন্যাশনাল কমান্ড কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন তিনি।

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
চীনকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের কফি, চকলেট, ফ্যাশন সামগ্রি বয়কট করছে ভারতীয়রা
ভারতের ট্রাভেল এজেন্টদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
ইরফান সাজ্জাদ বললেন, আপুটা জোস!
ইরফান সাজ্জাদ বললেন, আপুটা জোস!
পরিবারসহ পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফতের ফ্ল্যাট, প্লট ও জমি জব্দের আদেশ
পরিবারসহ পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফতের ফ্ল্যাট, প্লট ও জমি জব্দের আদেশ
অনুমতি নিয়ে ট্রাইব্যুনালের বিচারকাজ সরাসরি সম্প্রচার করা যাবে: চিফ প্রসিকিউটর
অনুমতি নিয়ে ট্রাইব্যুনালের বিচারকাজ সরাসরি সম্প্রচার করা যাবে: চিফ প্রসিকিউটর
১৫ বছর ধরে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
১৫ বছর ধরে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা