X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে তুরস্ক: এরদোয়ান

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৯, ২১:০৮আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:১২
image

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার ইচ্ছে প্রকাশ করেছেন। দুই দেশের মধ্যে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথাও বলেছেন। তুর্কি সংবাদমাধ্যম দ্য হুররিয়াত ডেইলি নিউজ লিখেছে, ভারতীয় বৈমানিককে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ইমরান খানের প্রশংসা করেছেন এরদোয়ান। ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে তুরস্ক: এরদোয়ান
গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামাতে এক আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারায় দেশটির আধা-সামরিক বাহিনীর অন্তত ৪০ জন সদস্য। এর দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ ই মোহাম্মদ। ২৬ ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায়। তাদের দাবি, জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে চালানো এ হামলায় বহু জঙ্গি মারা গেছে। এর জবাবে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান বিমান পাঠায় ভারতনিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তে। সেখানে দুই পক্ষের বিমানযুদ্ধের পর পাকিস্তানের হাতে আটক হন ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘উত্তেজনা প্রশমনে সদিচ্ছার প্রতীক’ হিসেবে তাকে মুক্তি দেন গত ১ মার্চ।
এরদোয়ান গত ২ মার্চ এক নির্বাচনি সভায় দেওয়া ভাষণে ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তুর্কি সংবাদমাধ্যম হুররিয়াত ডেইলি নিউজ সেই ভাষণে দেওয়া এরদোয়ানের বক্তব্য উদ্ধৃত করেছে, ‘আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে গত পরশু কথা বলেছি (২৮ ফেব্রুয়ারি)। ভারত পাকিস্তান উভয় দেশের সঙ্গেই তুরস্কের সম্পর্ক ভালো। উত্তেজনা বৃদ্ধি করা আর আগুনে ঘি ঢালার মতো কাজ করে কারও লাভ হবে না। উত্তেজনা প্রশমনে যে ভূমিকা রাখার সুযোগ আছে, তুরস্ক সে ভূমিকা রাখবে।’
পাকিস্তানভিত্তিক সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন রেডিও পাকিস্তানের বরাতে আরও জানিয়েছে। ধৃত ভারতীয় বৈমানিককে ফেরত দেওয়ায় এরদোয়ান ইমরান খানের প্রশংসা করেছেন এবং বলেছেন, ‘পাকিস্তানের জন্য আমাদের হৃদয়ে বিশেষ স্থান আছে।’
রবিবার (৩ জানুয়ারি) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মেও ভারতীয় বৈমানিককে মুক্তি দেওয়ার কারণে ইমরান খানের প্রশংসা করেন। উত্তেজনা প্রশমনে সদিচ্ছার স্বীকৃতি স্বরূপ ইমারন খানের এই ভূমিকার প্রশংসা করা হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে। পুলওয়ামা হামলার পর থেকে যেসব ঘটনা ঘটেছে সেসবের বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন ইমরান খান।

/এএমএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট