X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

কানাডায় আরও এক মন্ত্রীর পদত্যাগ, বিপাকে ট্রুডো সরকার

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০১৯, ১৫:৫৯আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৬:৩০

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকার থেকে আরও একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। ট্রুডো সরকারে এ শীর্ষস্থানীয় মন্ত্রীর নাম জেন ফিলপট। সোমবার পদত্যাগী এ মন্ত্রী দেশটির ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। এ নিয়ে গত কয়েক দিনের মধ্যে কানাডার দুই মন্ত্রী পদত্যাগ করলেন। জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে তাদের পদত্যাগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মারাত্মক রাজনৈতিক চাপের মুখে পড়বেন বলে প্রতীয়মান হচ্ছে। বিশেষত ফিলপটের পদত্যাগকে ট্রুডোর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

কানাডায় আরও এক মন্ত্রীর পদত্যাগ, বিপাকে ট্রুডো সরকার এসএনসি লাভালিন নামের একটি প্রতিষ্ঠানের ঘুষ সংক্রান্ত মামলায় ট্রুডো সরকার সাবেক আইনমন্ত্রী জোডি উইলসন-রেবোল্ডের ওপর চাপ সৃষ্টি করেছিল বলে অভিযোগ উঠে। এ ঘটনায় রেবোল্ড পদত্যাগ করেন। তার পথ ধরেই সোমবার পদত্যাগ করলেন ফিলপট।

ট্রুডো সরকারের এ দুই শক্তিধর নারী মন্ত্রী পদত্যাগ করায় তিনি বড় রকমের ঝুঁকিতে পড়েছেন বলে মনে করা হচ্ছে। জনমত জরিপেও তার পরাজয়ের আভাস মিলেছে।

পদত্যাগের কারণ হিসেবে জেন ফিলপট বলেছেন, রাজনৈতিক কেলেঙ্কারি নিয়ে উত্তেজনা বৃদ্ধির বিষয়টি সরকার যেভাবে মোকাবিলা করছে তাতে তিনি সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। সরকারি কর্মকর্তারা সাবেক আইনমন্ত্রী জোডি উইলসন-রেবোল্ডের ওপর যেভাবে অন্যায় চাপ সৃষ্টি করেছিলেন তাতে অসন্তোষ প্রকাশ করেন ফিলপট। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির সময় সেখানে নির্মাণ কাজের চুক্তি লাভের চেষ্টা করে এসএনসি লাভালিন গ্রুপ। এক্ষেত্রে তারা দুর্নীতির আশ্রয় নেয় এবং ঘুষ দেয়। এ নিয়ে মামলা চলছে।

এ মামলা থেকে এসএনএসি লাভালিনকে রক্ষার জন্য সাবেক আইনমন্ত্রীর ওপর সরকার থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ আছে। এ নিয়ে যখন রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে ওঠে তখন পদত্যাগ করেন উউলসন-রেবোল্ড। তবে এসএনসি-লাভালিনের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচারে সরকারের হস্তক্ষেপের কথা অস্বীকার করেছেন জাস্টিন ট্রুডো। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
ইসরায়েল ও ফিলিস্তিন ভ্রমণে কানাডার সতর্কতা
ইরানকে বাইডেনের সতর্কতা
সর্বশেষ খবর
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে