X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভারতে মুসলিম নিপীড়ন নিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধানের উদ্বেগ

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৯, ১৯:২১আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:২৬
image

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, দেশটির ‘বিভাজন নীতি’ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে খর্ব করতে পারে। তিনি মনে করেন, আগে থেকে বিদ্যমান অসমতার সমাজে সংকীর্ণ রাজনৈতিক এজেন্ডাগুলো অসহায় মানুষদেরকে আরও বেশি করে প্রান্তিকীকরণ করছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে উপস্থাপিত বার্ষিক প্রতিবেদনে ব্যাচেলেট এসব পর্যবেক্ষণের কথা জানান। ভারতে মুসলিমসহ সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনা বেড়েছে উল্লেখ করেও উদ্বেগ জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মিশেল ব্যাচেলেট
বুধবার (৬ মার্চ) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন মিশেল ব্যাচেলেট। সেখানে বিশ্বে আয়, সম্পদ ও বিচারের সুযোগ প্রশ্নে ক্রমবর্ধমান অসমতাজনিত হুমকি নিয়ে সতর্ক করেছেন তিনি। এক পর্যায়ে আসে ভারতে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নিপীড়নের প্রসঙ্গ। ব্যাচেলেট বলেন, ‘আমরা যেসব খবর পাচ্ছি সে অনুযায়ী বোঝা যায়, সংখ্যালঘু বিশেষ করে মুসলিম ও ঐতিহাসিকভাবে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের (যেমন দলিত ও আদিবাসী) ওপর হামলা ও হয়রানির প্রবণতা বাড়ছে।’

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারতীয় শাখার পক্ষ থেকে বিদ্বেষমূলক হামলার পরিসংখ্যান প্রকাশের একদিনের মাথায় এমন হুঁশিয়ারি দিলেন ব্যাচেলেট। মঙ্গলবার (৫ মার্চ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ভারতে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নিপীড়ন, ধর্ষণ ও হত্যাসহ ‘উদ্বেগজনক’ সংখ্যক বিদ্বেষমূলক অপরাধের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

ইংরেজী ও হিন্দি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০১৮ সালে ভারতে ২১৮টি বিদ্বেষমূলক অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে ১৪২টি হয়েছে নিম্ন বর্ণের দলিতদের ওপর। আর ৫০টি ঘটনা সংঘটিত হয়েছে মুসলিমদের বিরুদ্ধে।

অ্যামনেস্টি ইন্ডিয়ার নির্বাহী পরিচালক আকার প্যাটেল আল জাজিরার কাছে অভিযোগ করেন, ‘ভারতে বিদ্বেষমূলক হামলার জন্য দায়মুক্তির সংস্কৃতি বিরাজমান রয়েছে।’ তিনি আরও বলেন, কয়েকটি ব্যতিক্রম ছাড়া দেশটির আইন বিদ্বেষমূলক হামলাকে সুনির্দিষ্ট হামলা হিসেবে স্বীকার করে না। এ ধরনের সহিংসতার নিন্দা জানাতে আরও বেশি সরব হওয়ার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্যাটেল।

/এফইউ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী