X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
বালাকোটে বিমান হামলা

‘গাছ হত্যায়’ ভারতীয় পাইলটের বিরুদ্ধে পাকিস্তানে মামলা দায়ের

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৯, ১৮:৪২আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৮:৪৪

বালাকোটের জঙ্গলে বোমা বর্ষণ ও গাছ হত্যার অভিযোগ এনে ভারতীয় বিমান বাহিনীর পাইলটের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পাকিস্তানের বন বিভাগ। শুক্রবার পাকিস্তানের আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ জানিয়েছে, মামলার অভিযোগে ভারতীয় বিমানের বোমাবর্ষণে মারা যাওয়া ১৯টি গাছের বিস্তারিত তুলে ধরা হয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বোমাবর্ষণের ঘটনায় পাকিস্তানের আদালতে মামলা দায়ের হলেও ভারতের বিরুদ্ধে জাতিসংঘে ‘পরিবেশ-সন্ত্রাসের’ অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। ভারতীয় বিমানের বোমাবর্ষণে মারা যাওয়া গাছের ছবি প্রকাশ করে পাকিস্তান

পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার জেরে গত ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে কাশ্মিরের পাকিস্তান অংশে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। পরদিন দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ভারতীয় এক পাইলটকে আটক করে পাকিস্তান। দুই দিন পর অভিনন্দন বর্তমান নামের ওই ভারতীয় পাইলটকে মুক্তি দেয় পাকিস্তান।

শুক্রবার ভারতীয় পাইলটের বিরুদ্ধে গাছ-হত্যার অভিযোগে দায়ের করা এই মামলায় কোনও পাইলটের নাম উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানে চালানো হামলায় অন্তত ৩০০ জঙ্গি নিহতের দাবি করলেও এর পক্ষে কোনও প্রমাণ দিতে ব্যর্থ হয় দিল্লি। তবে আল জাজিরা ও রয়টার্সের অনুসন্ধানে দেখা যায়, বালাকোটের পার্বত্য বনাঞ্চল জবা পাহাড়ে চালানো ওই হামলায় কোনও মানুষ নিহত না হলেও বোমার তীব্রতা ছিল ভয়ানক। এতে বেশ কয়েকটি পাইন গাছ উপড়ে গেছে। বিস্ফোরণের ফলে সৃষ্ট চারটি গর্তও নজরে আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। এ ঘটনায় গত ১ মার্চ (শুক্রবার) ভারতের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগের ঘোষণা দেয় পাকিস্তান।

ওই সময়ে পাকিস্তানের জলবায়ু বিষয়কমন্ত্রী মালিক আমিন আসলাম বলেন, ভারতীয় বিমান সংরক্ষিত বনাঞ্চলে বোমাবর্ষণ করেছে। সরকার হামলার পরিবেশগত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছে। তার ওপর ভিত্তি করেই জাতিসংঘসহ অন্যান্য ফোরামে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের হামলায় আমাদের সুনামি প্রজেক্টের মাধ্যমে লাগানো শত শত কোটি টাকার গাছ নষ্ট হয়েছে।

যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করে ভারত বহু গাছ হত্যা করেছে দাবে করে পাকিস্তান বলছে, ‘এভাবে নির্বিচারে গাছ হত্যা প্যারিস জলবায়ু চুক্তির লঙ্ঘন’।

/জেজে/এএ/
সম্পর্কিত
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
সর্বশেষ খবর
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের সার্থকতা: ধর্ম উপদেষ্টা
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের সার্থকতা: ধর্ম উপদেষ্টা
৫ আগস্ট দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম তা এখনও পূরণ হয়নি: সারজিস আলম
৫ আগস্ট দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম তা এখনও পূরণ হয়নি: সারজিস আলম
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে