X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তুরস্ক থেকে তিন জার্মান সাংবাদিক বহিষ্কার

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০১৯, ১৬:২১আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৬:২৬
image

জার্মানির তিন সাংবাদিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ওই সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। পাশাপাশি ১০ দিনের মধ্যে তাদেরকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রথম তুরস্ক আনুষ্ঠানিকভাবে কোনও বিদেশি সাংবাদিককে অ্যাক্রিডিটেশন কার্ড দিতে অস্বীকৃতি জানালো বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুই সাংবাদিক রবিবারই (১০ মার্চ) তুরস্ক ছেড়েছেন। আর অপরজন আগে থেকেই জার্মানিতে অবস্থান করছিলেন। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে জার্মানির সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস তুরস্কের এ সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

জার্মানি ও তুরস্কের পতাকা
তুরস্কে ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে বেশ কিছু তুর্কি সাংবাদিক দেশটির কারাগারে রয়েছেন। বিরোধী সংবাদপত্র কামহুরিয়েতের কর্মীদেরকে সন্ত্রাসবাদের অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। তুরস্কে সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে উদ্বেগ চলার মধ্যে তিন জার্মান সাংবাদিককে অ্যাক্রিডিটেশন কার্ড নবায়ন করতে অস্বীকৃতি জানানো হয়। ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করেই তাদেরকে অ্যাক্রিডিটেশন কার্ড দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।

তিন জার্মান সাংবাদিক হলেন, থমাস সিবার্ট (তাগেসপিগেল), জর্গ ব্রাসে (জেডডিএফ ব্যুরো প্রধান), হালির গুলবেয়াজ (এনডিআর টিভির সাংবাদিক)।

তিন সাংবাদিকের দুইজন
সংবাদমাধ্যম তাগেসপিগেলকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, ‘সমালোচনামূলক সংবাদমাধ্যম ছাড়া মুক্ত গণতন্ত্র টিকে থাকতে পারে না।’ তিনি আরও বলেন, ‘অন্য জায়গার মতো তুরস্কেও যেন সাংবাদিকরা বাধাহীনভাবে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে আমরা প্রচারণা চালিয়ে যাব।’

সাংবাদিক জর্গ ব্রাসে বিবিসিকে আক্ষেপ করে বলেন, তিনি ইরানে কাজ করতে পারলেও ন্যাটো সদস্য তুরস্কে কাজ করতে পারছেন না। তিনি বলেন, ‘আমরা মনে করি বিদেশি সংবাদমাধ্যমের ওপর চাপ বাড়ানোর একটি কৌশল এটি। সরকার দেশটির জাতীয় সংবাদমাধ্যমগুলোর কম বেশি কণ্ঠরোধ করতে সক্ষম হলেও, এখন তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।’

/এফইউ/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়