X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ওআইসির দেশগুলোর কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করবে পাকিস্তান

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০১৯, ২০:৪৪আপডেট : ১১ মার্চ ২০১৯, ২০:৪৯
image

‘অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের’ (ওআইসি) সম্মেলনে ভারতের বিরুদ্ধে ‘লাইন অব কন্ট্রোল’ ও আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগ তুলবে পাকিস্তান। ‘পার্লামেন্টারি ইউনিয়ন অব ওআইসি মেম্বার স্টেটসের’ (পিইউআইসি) ১৪তম প্লেনারি অধিবেশনে এসব অভিযোগ তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পিইউআইসির অধিবেশনটি ১৪ মার্চ পর্যন্ত চলবে মরক্কোর রাবাতাতে। ওআইসির দেশগুলোর কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করবে পাকিস্তান
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলার শিকার হয় দেশটির সিআরপিএফের অন্তত ৪০ সদস্য। জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। গত ২৬ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে অবস্থিত জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। তারা এতে শত শত জঙ্গির নিহত হওয়ার দাবি করলেও পাকিস্তান জানিয়েছে, সেখানে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে তারা আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তোলে।
পাকিস্তান সংসদের নিম্ন কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার এ সংক্রান্ত একটি প্রতিনিধি দল গঠন করে দিয়েছেন। কাশ্মির বিষয়ক কমিটির চেয়ারম্যান সৈয়দ ফখর ইমামের নেতৃত্বে ওই প্রতিনিধি দলটি পিইউআইসিতে নিজেদের অভিযোগ তুলে ধরবে।
এ বিষয়ে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের প্রতিনিধি দল ৫৪ সদস্যের পিইউআইসি ফোরামে ভারতের পক্ষ থেকে বারংবার পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা উপেক্ষার অভিযোগ উত্থাপন করবে। ভারতের এমন পদক্ষেপ এই অঞ্চলকে যুদ্ধ ও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।’ এর পাশাপাশি শান্তি নিশ্চিতে পাকিস্তানের ভূমিকার কথাও সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সামনে উপস্থাপন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।
গত পয়লা মার্চ আরব আমিরাতের আমন্ত্রণে দেশটিতে অনুষ্ঠিত ওআইসির ৪৬তম সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ । ওআইসির সম্মেলনে ভারতের আমন্ত্রণে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত মুসলিমপ্রধান দেশগুলোর এই সংগঠনে ভারতীয় মন্ত্রীর উপস্থিতি ঠেকাতে পারেনি দেশটি।

/এএমএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী