X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরেও বন্ধ হলো বোয়িং ম্যাক্স সিরিজের বিমান

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৯, ১৪:০০আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৬:৩৩
image

৫ মাসেরও কম সময়ের মধ্যে বিমান প্রস্তুতকারী কোম্পানি বোয়িং-এর ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের দুটি বিমান বিধ্বস্ত হওয়ার পর ম্যাক্স সিরিজের সব বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সিঙ্গাপুর। সে দেশের বেসামরিক বিমান কর্তৃপক্ষের (সিএএএস) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত ওই সিরিজের কোনও বোয়িং বিমানই সিঙ্গাপুর বিমান বন্দরে প্রবেশ কিংবা সেখান থেকে ছেড়ে যেতে পারবে না। ম্যাক্স হলো বোয়িং কোম্পানির ৭৩৭ মডেলের বিমানের সর্বশেষ সংযোজন। ম্যাক্স ৭ থেকে শুরু করে এ পর্যন্ত ম্যাক্স ১০ মডেলের বিমান বাজারে এনেছে কোম্পানিটি। ইথিওপিয়ান এয়ারলাইন্সের ম্যাক্স ৮ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ জন নিহত হওয়ার একদিনের মাথায় সিঙ্গাপুর ওই সিরিজের সব বিমানে নিষেধাজ্ঞা আরোপ করলো। গত বছর অক্টোবরে একই মডেলের একটি ইন্দোনেশীয় বিমান বিধ্বস্তের পর বিশেষজ্ঞরা এর একটি স্বয়ংক্রিয় প্রাযুক্তিক ব্যবস্থার দিকে আঙ্গুল তুলেছিলেন।

সিঙ্গাপুরের সিল্কএয়ার এয়ারলাইন্সের ছয়টি ম্যাক্স ৮ বিমান রয়েছে
রবিবার (১০ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে ১৫৭ জন আরোহী নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের বিমান বিধ্বস্ত হয়। প্রাণ হারায় বিমানের সব আরোহী। উদ্ধার হওয়া ব্লাকবক্স থেকে বিমান বিধ্বস্তের কারণ শনাক্তের চেষ্টা চলছে। বোয়িং ম্যাক্স ৮ বিধ্বস্ত হওয়ার পর বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স এ মডেলের বিমান চলাচল বন্ধ রেখেছে। তবে প্রথম দেশ হিসেবে সিঙ্গাপুর ম্যাক্স সিরিজের সব মডেলের বিমান চলাচলই বন্ধ করে দিলো। সিঙ্গাপুরের হাতে গোনা যে কয়েকটি এয়ারলাইন্স বোয়িং ম্যাক্স মডেলের বিভিন্ন বিমান পরিচালনা করে থাকে, সিল্কএয়ার তাদের অন্যতম। এ কোম্পানিটির ছয়টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান রয়েছে। সে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ স্বীকারোক্তি দিয়েছে, সিল্কএয়ারের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রভাব পড়বে। চায়না সাউদার্ন এয়ারলাইন্স, গারুদা ইন্দোনেশিয়া, শানডং এয়ারলাইন্স ও থাই লায়ন এয়ার কর্তৃপক্ষও এর প্রভাব এড়াতে পারবে না।

সিঙ্গাপুরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা যেন কম দুর্ভোগে পড়েন তা নিশ্চিত করতে বিভিন্ন এয়ারলাইন্স ও চাঙ্গি বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে তারা। চাঙ্গি বিমানবন্দর বিশ্বের ষষ্ঠ ব্যস্ততম বিমান বন্দর। এশিয়াকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ হাব হিসেবেও বিবেচনা করা হয় এটিকে। ৫ মাসেরও কম সময়ের আগে গত বছর লায়ন এয়ারলাইন্সের একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়। ২০১৮ সালের ২৯ অক্টোবর জাভা সাগরে বিধ্বস্ত হওয়া জেটি-৬১০ ফ্লাইটটি জাকার্তা বিমানবন্দর থেকে ইন্দোনেশিয়ার দ্বীপ শহর পাঙকাল পিনাঙয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই এলাকার আশেপাশে যারা নৌকায় ছিলেন তারা আকাশ থেকে বিমানটিকে সাগরে পড়তে দেখেন। এতে সেখানে থাকা দুই নবজাতক, এক শিশু, দুই পাইলট ও ছয় কেবিন ক্রুসহ ১৮৯ আরোহীর সবার মৃত্যু হয়। ওই বিমান বিধ্বস্তের পর তদন্তকারীরা বলেছিলেন, এতে যুক্ত করা নতুন সুবিধা হিসেবে আকাশে ভেসে থাকার এক স্বয়ংক্রিয় ব্যবস্থার সঙ্গে পেরে ওঠেননি পাইলটেরা। তবে রবিবারের দুর্ঘটনার পর বিশেষজ্ঞরা বলছেন, বিমান বিধ্বস্তের কারণ হিসেবে প্রযুক্তিগত সংকট কিংবা মানুষের ভুলের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিবিসির প্রতিবেদক কারিশমা ভাস্বানি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে জানিয়েছেন, সেখানে জাকার্তাগামী বাটিক এয়ার ফ্লাইট ও লায়ন এয়ার ফ্লাইট বাতিল করা হয়েছে। বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রভাবে ফ্লাইটগুলো বাতিল হলো কিনা তা জানা যায়নি। বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বিবিসি বলছে, যাই হোক না কেন বিমান চলাচল ব্যাহত হবেই। সিএপিএ কনসাল্টিং এর বিমান চলাচলবিষয়ক পরামর্শক আয়ান থমাস বিবিসিকে বলেন, ‘নিশ্চিতভাবে উল্লেখজনক সংখ্যায় ফ্লাইট বাতিল হবে, অন্য মডেলের বিমানে যাত্রী স্থানান্তর করতে গিয়ে এয়ারলাইন্সগুলোতে শিডিউল বিপর্যয় দেখা দেবে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী