X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
দিল্লির সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের বিবৃতি

কাশ্মিরে দুই পত্রিকার বিজ্ঞাপন প্রত্যাহার করে বাকিদেরও 'লাইনে' আনার চেষ্টা চলছে

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৯, ১৮:১২আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৮:২০
image

কাশ্মিরের স্থানীয় দুই সংবাদমাধ্যমের সরকারি বিজ্ঞাপন প্রত্যাহারের ঘটনায় নিন্দা জানিয়েছে দিল্লির সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। এক বিবৃতিতে তারা দাবি করেছে, সরকারের পছন্দমাফিক খবর প্রকাশ না করায় ওই দুই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের প্রচেষ্টা চলছে। এরমধ্য দিয়ে সেখানকার অন্যান্য সংবাদমাধ্যমকেও ‘লাইনে’ আসার বার্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তারা। তাদের প্রত্যাশা, প্রত্যাহার হওয়া বিজ্ঞাপন ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কাশ্মির প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবে প্রেস কাউন্সিল।  

কাশ্মিরে দুই পত্রিকার বিজ্ঞাপন প্রত্যাহার করে বাকিদেরও 'লাইনে' আনার চেষ্টা চলছে ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জম্মু থেকে কাশ্মির যাওয়ার পথে জঙ্গি হামলার কবলে পড়ে ভারতীয় রিজার্ভ পুলিশ বাহিনীর প্রায় ২৫০০ সদস্যকে বহনকারী ৭০টি গাড়ির বহর। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদ প্রায় সাড়ে তিনশ’ কেজি বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে বহনকারী একটি বাসের ওপর আত্মঘাতী হামলা চালিয়ে ৪০ জনেরও বেশি জওয়ানকে হত্যা করে। হামলার দুইদিন পর রাজ্যপাল সত্যপাল মালিকের মৌখিক নির্দেশে আচমকাই রাজ্যের সবচেয়ে জনপ্রিয় দুই ইংরেজি সংবাদপত্র গ্রেটার কাশ্মির এবং কাশ্মির রিডারের সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়।

দুই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হয়েছে ডিইউজে। তাদের সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কারণে আপাতভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা জম্মু-কাশ্মির প্রশাসনের নিন্দা জানিয়েছে তারা। তাদের বিবৃতিতে বলা হয়েছে, কোনও রকমের বিবৃতি কিংবা ব্যাখ্যা ছাড়াই আকস্মিক সিদ্ধান্তে বিজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় প্রতীয়মান হয় যে, সরকারের ইচ্ছেমাফিক খবর প্রকাশ না করায় শায়েস্তা করার পথ হিসেবে ওই দুই সংবাদমাধ্যমের ওপর গায়ের জোর খাটানো হয়েছে। এর মধ্য দিয়ে বাদবাকি সংবাদমাধ্যমকেও সরকারের পছন্দমাফিক চলার বার্তা দেওয়া হয়েছে।

ডিইউজের বিবৃতিতে বলা হয়েছে, সরকারি বিজ্ঞাপন বরাদ্দের বিষয়টি কর্তৃপক্ষের ইচ্ছেমাফিক হতে পারে না। যথাযথ নিয়মকানুন ও বিধিবিধান অনুসরণ করেই তা বরাদ্দ করা উচিত। তাদের  প্রত্যাশ্যা, প্রেস কাউন্সিল জম্মু-কাশ্মির প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে অবিলম্বে প্রত্যাহার করা বিজ্ঞাপন ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে। ১০ মার্চ রবিবার প্রতিবাদের অংশ হিসেবে কাশ্মিরের ১৩টি স্থানীয় সংবাদমাধ্যম প্রথম পৃষ্ঠা ফাঁকা রেখে তাদের পত্রিকা প্রকাশ করে। কাশ্মিরের এডিটর্স গিল্ডস এ ঘটনায় প্রেস ক্লাসের সামনে প্রতিবাদি সমাবেশ করে। ডিইউজের বিবৃতিতে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়েছে।

/বিএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা