X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ কেন্দ্রে নজর রাখছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৯, ১৯:৪১আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৯:৪৬
image

উত্তর কোরিয়ায় নিয়োজিত বিশেষ মার্কিন দূত স্টিফেন বাইগুন দাবি করেছেন, গত মাসে দ্বিপাক্ষিক সম্মেলন ব্যর্থ হওয়ার পরও পিয়ংইয়ং এর সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘কূটনীতি এখনও খুব সতেজ’ আছে। তবে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে দেশটির তৎপরতার ওপর ওয়াশিংটন নিবিড়ভাবে নজর রাখছে বলে হুঁশিয়ার করেছেন তিনি। সোমবার (১১ মার্চ) ওয়াশিংটনে এক সম্মেলনে এসব কথা বলেন বাইগুন।

স্যাটেলাইট ইমেজে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ কেন্দ্রের তৎপরতা
গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে একমত হন তারা। তবে নিরস্ত্রীকরণের রূপরেখা সুনির্দিষ্ট না হওয়ায় দু’দেশের মধ্যে দর কষাকষি চলছে। এ বছরের শুরু থেকে ট্রাম্প বেশ কয়েকবার কিমের সঙ্গে নতুন বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুই নেতার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক হয়। তবে শেষ পর্যন্ত সমঝোতা ছাড়াই শেষ হয় ও সম্মেলন। তবে ওই সম্মেলন সফল না হলেও দুই দেশের কূটনীতি অব্যাহত আছে বলে দাবি করেছেন উত্তর কোরিয়ায় নিয়োজিত বিশেষ মার্কিন দূত বাইগুন। 

কার্নেগি নিউক্লিয়ার কনফারেন্সে দেওয়া বক্তৃতায় বাইগুন দৃঢ় কণ্ঠে বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন না করা পর্যন্ত দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তিনি বলেন, আংশিক পদক্ষেপের জন্য নিষেধাজ্ঞা শিথিল করার মানে হলো উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিকে ভর্তুকি দেওয়ার শামিল।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) উত্তর কোরিয়ার সোহাই রকেট উৎক্ষেপণ কেন্দ্রের তৎপরতা নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। শুক্রবারের স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে দাবি করা হয়েছে, রকেট উৎক্ষেপণের সম্ভাব্য প্রস্তুতি চলছে।

বাইগুন বলেন, উত্তর কোরিয়ায় কী ধরনের তৎপরতা ধরা পড়েছে তা ওয়াশিংটন জানে না। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্প প্রশাসন একে ‘খুব গুরুত্ব সহকারে’ নিয়েছে। তবে ‘দুই দেশের কূটনীতি এখনও জীবন্ত আছে’ বলে দাবি করেন বাইগুন।

ট্রাম্প-কিম সম্মেলন ব্যর্থ হওয়ার পর দুই দেশের মধ্যে আর কোনও আলোচনা হয়েছে কিনা কিংবা কবে নতুন আলোচনা হতে পারে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি বাইগুন। 

/এফইউ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?