X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নিহত পাকিস্তানি এফ-১৬ বিমান চালকের পরিচয় জানে ভারত: প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৯, ০৪:২৮আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:০৮

ভারতের সঙ্গে বিমানযুদ্ধে ভূপাতিত করা পাকিস্তানের এফ-১৬ বিমান চালকের পরিচয় জানার দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। জাতীয় নিরাপত্তা ইস্যুতে আয়োজিত দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। পাকিস্তানের পাইলটের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা এমন প্রশ্নে তিনি ইতিবাচক জবাব দিলেও তার বিস্তারিত জানাননি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফের অন্তত ৪০ সদস্য প্রাণ হারায় এক আত্মঘাতী বোমা হামলায়। এর প্রেক্ষিতে সীমান্তে গোলাবর্ষণ ছাড়াও বিমানযুদ্ধে জড়িয়ে পড়ে ভারত-পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের হাতে আটক হয় ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমান। পাকিস্তান ১ মার্চ (শুক্রবার) ফেরত দেয় সেই বৈমানিককে। ভারতের তরফ থেকে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের একটি এফ-১৬ বিমান ভূপাতিত করার দাবি করা হলেও কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। এখন পর্যন্ত হামলার বিষয়ে দাবি-পাল্টা দাবি উত্থাপন করে যাচ্ছে দুই দেশই। এরই ধারাবাহিক মঙ্গলবার প্রথমবারের মতো ভূপাতিত করা পাকিস্তানি বিমানের পাইলটের পরিচয় জানার কথা বললো ভারত।

পাকিস্তানের সঙ্গে বিমানযুদ্ধের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করতে থাকে, ভূপাতিত করা এফ-১৬ বিমানের পাইলট নিরাপদে পাকিস্তানের অভ্যন্তরে অবতরণ করে স্থানীয়দের রোষের মুখে পড়ে। স্থানীয়দের হাতে মারের শিকার হয়ে হাসপাতালে ওই পাইলট ‌মারা যান বলে দাবি করা হতে থাকে।
মঙ্গলবার ওই খবরের সত্যতা নিশ্চিত করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, নিজেদের সেনা সদস্যদের মৃত্যুর কথা কখনোই স্বীকার করে না পাকিস্তান। এফ-১৬ বিমানটি আমরাই ভূপাতিত করি। স্থানীয় সংঘবদ্ধ জনতা পাইলটকে মারপিট করে আর সম্ভবত পরে তিনি হাসপাতালে মারা যান।
সীতারমন দাবি করেন, আত্মঘাতী হামলা চালাতে বালাকোটের প্রশিক্ষণ শিবিরে ২৪ ফেব্রুয়ারি নতুন প্রশিক্ষক ও নতুন নিয়োগকৃত যোদ্ধাদের আনা হয়েছে, বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সে কারণে ২৬ ফেব্রুয়ারিতে চালানো হামলা আকস্মিক হামলা ছিল না বলেও দাবি করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
লিজেন্ডের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে
লিজেন্ডের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা