X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১
ভারত-পাকিস্তান সংঘাত

কাশ্মিরিদের 'আত্মনিয়ন্ত্রণের অধিকার' চাইলেন অস্ট্রেলিয়ার সিনেটর

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৯, ১৪:৪১আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২০:৫৫
image

অস্ট্রেলীয় সিনেটর মেহরিন ফারুকির জন্ম আর বেড়ে ওঠা পাকিস্তানেই। কাশ্মির নিয়ে প্রতিবেশি ভারতের সঙ্গে তার দেশের দ্বন্দ্ব-সংঘাতের প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়েই বিকশিত হয়েছে তার চৈতন্য। পরিণত বয়সে এসে যুদ্ধ তাই তার কাছে কেবলই এক বিভীষিকা। ১২ মার্চ (মঙ্গলবার) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে তিনি কাশ্মির সংকট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তার মতে, এই সংকট ব্রিটিশ উপনিবেশের অমীমাংসিত সিদ্ধান্তের ফলাফল। মেহরিন মনে করেন, ভারত-পাকিস্তান দুই দেশের জাতীয়তাবাদী রাজনীতির অভ্যন্তরে কাশ্মির সংকটের সমাধান নেই। কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারই সংকট নিরসনের একমাত্র উপায়। গার্ডিয়ানের নিবন্ধে শুভবোধসম্পন্ন মানুষকে তিনি কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের লড়াইয়ের পক্ষে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম সিনেটর পাকিস্তানি বংশোদ্ভূত মেহরিন কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর ওপর পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের ১৪ ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) আত্মস্বীকৃত হামলার জেরে ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বোমাবর্ষণ করে। পরদিন বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজেদের সীমানায় দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। ’৭১-পরবর্তী সময়ে প্রথমবারের মতো পাল্টাপাল্টি বিমান হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। বন্ধ হয়ে যায় বিমান চলাচল। মেহরিন ফারুকি তার নিবন্ধে লিখেছেন, মাকে দেখতে সে সময় পাকিস্তানে গিয়ে অন্য অনেক মানুষের সঙ্গে আটকা পড়েছিলেন তিনিও। বেশ কয়েক দিনের উদ্বেগ আর উৎকণ্ঠার পর সিডনি ফেরেন তিনি।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এই সিনেটর তার নিবন্ধে লিখেছেন, ‘কাশ্মির সবসময়ই ভারত-পাকিস্তানের বিরোধের জায়গায় ছিল এবং সবসময়ই থাকবে। এটা আসলে দক্ষিণ এশিয়ার উপনিবেশ গুটিয়ে চলে যাওয়ার সময় ব্রিটিশদের অমীমাংসিত এক সিদ্ধান্ত। ’ উল্লেখ্য, অবিভক্ত ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশিক শাসকরা কাশ্মিরের তৎকালিন শিখ শাসকদের সঙ্গে যুদ্ধ লাগিয়ে তাতে জয় পাওয়ার পর সম্পাদিত হয় লাহোর চুক্তি। সে অনুযায়ী কাশ্মির চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। অল্প কিছুদিনের মধ্যে অমৃতসর চুক্তির মাধ্যমে জম্মুর রাজা গুলাব সিং-কে বিক্রি করে দেয়, এর ফলে তিনি জম্মু ও কাশ্মিরের মহারাজা উপাধি লাভ করেন। ১৯৪৭-এর দেশভাগের 'ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্স অ্যাক্ট' নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল, কাশ্মির তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান- যে কোনও রাষ্ট্রেই যোগ দিতে পারবে। তবে এ নিয়ে সেখানকার হিন্দু শাসক আর সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের বিভেদ আজও ঘোচেনি।

মেহরিন ফারুকি তার নিবন্ধে লিখেছেন, কাশ্মিরিদের এই ঐতিহাসিক দুর্ভোগ আর যন্ত্রণার কথা কেউ শোনেনি। তিনি বলেছেন, ‘প্রজন্ম পরম্পরায় কাশ্মিরিরা বড় হচ্ছে সংঘাতের বাস্তবতায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৯ সাল থেকে এখন পর্যন্ত সেখানে সংঘাতে ৫০ হাজারেরও বেশি কাশ্মিরি প্রাণ হারিয়েছে। গত বছর জাতিসংঘের মানবাধিকার দফতর জানিয়েছে, যুগ যুগ ধরে সেখানে নিপীড়নের শিকাররা ন্যায় বিচার পাচ্ছে না। এরপরও আমরা কাশ্মিরিদের দাবি তেমন শুনতে পাই না।’

মেহরিন লিখেছেন, আন্তর্জাতিক পর্যায়েও যেন এখন কাশ্মিরের পরিস্থিতি সবাই ভুলতে বসেছে। ভারত ও পাকিস্তানে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক গ্রুপ থাকার পরেই বিশ্ব এখন কাশ্মির পরিস্থিতি থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে। বর্তমান পরিস্থিতিকে ‘খুবই নির্মম’ আর ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন ভারত-পাকিস্তান যুদ্ধোন্মদনায় তরুণদের আগ্রহ নিয়ে। বলেছেন,  ‘লাহোরে আমার মায়ের বাড়ির কাছে একদিন সকালবেলা হাঁটার সময় আমি কয়েকজনের মুখে যুদ্ধের সম্ভাবনা নিয়ে কথা শুনতে পাই। টুইটারেও যুদ্ধের আহ্বান জানিয়ে প্রচুর টুইট পোস্ট হতে থাকে। একইদিনে সামাজিক মাধ্যমে আমি দেখতে পাই তরুণ শিক্ষার্থীরা মুম্বাইয়ের রাস্তায় ব্যানার হাতে অবস্থান নিয়েছে। আর তাতে লেখা পাকিস্তানে বোমা ফেলো।  আমি প্রতিবারই ভীত হই, যখন দেখি যে অল্পবয়সী এই তরুণরা যুদ্ধের ডামাডোলে উৎসাহিত। যুদ্ধের ক্ষয়ক্ষতি আদতে হিসাব করা সম্ভব না। ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর একাধিকবার যুদ্ধে জড়ানো পরমাণু শক্তিধর এই দুই দেশও তা খুব ভালো করেই জানে।’ 

যুদ্ধান্মত্ততার বিরুদ্ধে প্রতিবাদ

সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধ ২০০ কোটি মানুষের প্রাণ কাড়তে পারে। মেহরিন ভারত ও পাকিস্তানের যুদ্ধোন্মত্ত তরুণ প্রজন্ম সম্পর্কে বলেছেন, যারা উগ্র জাতীয়তাবাদী স্লোগান দিয়ে আরেক দেশের মানুষের হত্যা চাইছেন, তারা হয় মানবতা হারিয়ে ফেলেছেন কিংবা সশস্ত্র যুদ্ধের প্রাণহানির ইতিহাস ভুলে গেছেন। তবে আশা হারাতে নারাজ তিনি। নিবন্ধে লিখেছেন, ‘এখনও আশা বেঁচে আছে। যুদ্ধ আসন্ন হলেও এখন অনেকে শান্তির কথা বলছেন। সীমান্তের দুই পাশ থেকে আসছে যুদ্ধ এড়ানোর আহ্বান। টুইটারে জনপ্রিয় হয়ে উঠছে নোটুওয়ার হ্যাশট্যাগ। এখন আমাদের নৈতিক অবস্থান নেওয়ার সময়।’

মেহরিন মনে করেন, ভারত-পাকিস্তানের উগ্র জাতীয়তাবাদী রাজনীতির মধ্যে কাশ্মির সংকটের সমাধান নেই। কেবল কাশ্মিরিদের কথা শুনে, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করতে পারলেই এই দ্বন্দ্বের মীমাংসা হতে পারে। তিনি লিখেছেন, ‘শুনুন দীর্ঘদিন নিপীড়নের শিকার কাশ্মিরিরা কি বলতে চায়। যুদ্ধের ডামাডোল কখনও জবাব হতে পারে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত কাশ্মিরিদের পাশে দাঁড়িয়ে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায় ও শান্তি প্রতিষ্ঠা। ভারত-পাকিস্তানের নিজস্ব ইচ্ছা আর জাতীয়তাবাদী রাজনীতি কখনও কাশ্মিরিদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে পারবে না। দুই দেশই কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে। তবে মূল দাবি হওয়া উচিত কাশ্মিরিদের। তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারই এই সংকটের একমাত্র সমাধান।’

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
সীমান্ত শহরে জান্তার হামলা প্রতিহতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫