X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নিউ জিল্যান্ডে হামলা: অর্ধনমিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পতাকা

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৫ মার্চ ২০১৯, ২৩:১০আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২৩:১২
image

নিউ জিল্যান্ডের দুইটি মসজিদে চালানো হামলায় ৪৯ জনের মৃত্যতে শোক প্রকাশ বিবৃতি দিয়েছেন ব্রিটিশ রানিসহ রাজপরিবারের সদস্যরা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ও লন্ডনের মেয়র সাদিক খান। তার এই হামলাকে কাণ্ডজ্ঞানহীন, মর্মান্তিক ও হৃদয়বিদারক আখ্যা দিয়েছেন। অর্ধনমিত রাখা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পতাকা। হাউস অব কমন্সের এমপিরা শোক প্রকাশে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন। নিউ জিল্যান্ডে হামলা: অর্ধনমিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পতাকা শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। এদের একটি শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন অ্যাভিনিউতে অবস্থিত আল নূর মসজিদ। আরেকটি মসজিদ লিনউডে অবস্থিত। দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৯ জনে। এদের মধ্যে আল নূর মসজিদেই নিহত হয়েছেন ৪১ জন। আর বাকিরা প্রাণ হারিয়েছেন লিনউডের মসজিদে।
‘প্রবল দুঃখের’ সময় ‘নিউ জিল্যান্ডবাসীর জন্য প্রার্থনা করার’ কথা জানিয়ে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ উল্লেখ করেছেন, ‘প্রিন্স ফিলিপ ও আমি ভুক্তভোগী পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। জরুরি সেবা ও স্বেচ্ছাসেবকদের প্রতিও জানাচ্ছি কৃতজ্ঞতা, যারা আহতদের সহায়তা করছেন।’
ব্রিটেনের রাজপরিবারের অন্যান্য সদস্যরাও নিউ জিল্যান্ডের হামলার ঘটনায় তাদের সমবেদনা প্রকাশ করেছেন। এদের মধ্যে রয়েছেন, প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন এবং প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। এক যৌথ বিবৃতিতে তারা এই হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ আখ্যা দিয়েছেন। বিবৃতি শেষ হয়েছে মাউরি ভাষার দুইটি শব্দ দিয়ে; ‘কিয়া কাহা।’ এর অর্থ ‘দৃঢ় থাকুন।’
যুক্তরাজ্য সংসদের নিম্ন কক্ষ হাউস অব কমন্সের এমপিরা নীরবে এক মিনিট দাঁড়িয়ে থেকে শোক প্রকাশ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্ধনমিত রাখা হয়েছে পতাকা।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে শোকবার্তায় বলেছেন, ‘ক্রাইস্টচার্চে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে যুক্তরাজ্যের পক্ষ থেকে নিউ জিল্যান্ডবাসীদের জন্য জানাই আমার গভীর সমবেদনা। এই মর্মান্তিক সহিংসতার কারণে যারা ভুক্তভোগী হয়েছেন তাদের সবার প্রতি আমার সহমর্মিতা রয়েছে।’
এদিকে, নিউ জিল্যান্ডে হামলার ঘটনায় লন্ডনের বিভিন্ন মসজিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।

/এএমএ/এএ/
সম্পর্কিত
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সিডনির গির্জায় ছুরিকাঘাতকে সন্ত্রাসী হামলা ঘোষণা
সর্বশেষ খবর
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ