X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কাশ্মিরে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে ভারতীয় পুলিশ কর্মকর্তা নিহত

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৯, ১১:৪৯আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১১:৫১

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে ভারতের এক স্পেশাল পুলিশ কর্মকর্তা (এসপিও) নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে কাশ্মিরের সোপিয়ান জেলায় ভেহিল গ্রামে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হন খুশবু জান নামের ওই নারী পুলিশ কর্মকর্তা। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলে ‘জঙ্গিদের’ সন্ধানে তল্লাশি চালাচ্ছে ভারতীয় পুলিশ। কাশ্মিরে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে ভারতীয় পুলিশ কর্মকর্তা নিহত

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদীন সবথেকে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। গত মাসে পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার জেরে সৃষ্টি হওয়া ভারত- পাকিস্তান উত্তেজনা প্রশমিত হয়ে আসার মধ্যে নিহত হলেন এই পুলিশ কর্মকর্তা।

জম্মু ও কাশ্মির পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই নারী কর্মকর্তাকে খুব কাছ থেকেই গুলি করা হয়।

কাশ্মিরের বিশেষ পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেয় রাজ্য পুলিশ। নির্ধারিত মাসিক বেতনে তারা সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহায়তা দিয়ে থাকে। তবে তাদের অস্ত্র চালনায় কোনও প্রশিক্ষণ দেওয়া হয় না বা তাদের নামে কোনও অস্ত্র ইস্যুও করা হয় না। বর্তমানে কাশ্মিরে প্রায় ৩০ হাজার বিশেষ পুলিশ কর্মকর্তা রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!