X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নেদারল্যান্ডসের ট্রামে গুলিবর্ষণ ‘সন্ত্রাসী হামলা’

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৯, ১৮:০৫আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৯:১৫

নেদারল্যান্ডসের উট্রেখট শহরে একটি যাত্রীবাহী ট্রামে বন্দুকধারীর হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন দেশটির সন্ত্রাস দমন বিভাগ। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে এই হামলা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হামলায় ১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে। তবে নিহতের বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে নিশ্চিত কোনও বক্তব্য পাওয়া যায়নি।

নেদারল্যান্ডসের ট্রামে গুলিবর্ষণ ‘সন্ত্রাসী হামলা’

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, উট্রেখট শহরে ট্রামে হামলাকারী সন্দেহভাজন বন্দুকধারীর সন্ত্রাসী মোটিভ ছিল।

ডাচ সরকার উট্রেখট প্রদেশের জন্য সন্ত্রাসী হামলার সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। সারা দেশের মসজিদ, স্কুল ও পরিবহনের কেন্দ্রস্থলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের পাওয়া খবরে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, হামলায় ঘটনায় তিনি গভীর মর্মাহত এবং বিষয়টি নিয়ে আলোচনা হবে।

সন্ত্রাস দমন বিভাগের সমন্বয়কারী পিয়েটার-জাপ আলবার্সবার্গ এক বিবৃতিতে বলেছেন, উট্রেখট প্রদেশের জন্য হুমকির আশঙ্কার সতর্কতা সর্বোচ্চ ৫-এ নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারী এখনও পলাতক। সন্ত্রাসী কর্মকাণ্ডের মোটিভ বাদ দেওয়া যাচ্ছে না।

টুইটারে দেওয়া বার্তায় তিনি নাগরিকদের স্থানীয় পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সন্ত্রাস দমন শাখা ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুরো ট্রাম স্টেশন ঘিরে রাখা হয়েছে। গুলিবর্ষণের ঘটনার পরপরই তিনটি হেলিকপ্টার সেখানে পাঠানো হয়েছে।

পুলিশের মুখপাত্র বার্নহার্ড জেন্স বলেন, ধারণা করা হচ্ছে প্রাইভেট কার নিয়ে সন্দেহভাজন হামলাকারী পালিয়ে থাকতে পারে। যত দ্রুত সম্ভব আমরা ওই ব্যক্তিকে গ্রেফতার করতে চাই। তবে হামলায় একাধিক লোকের জড়িত থাকার কথা উড়িয়ে দেননি তিনি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!