X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘নিউ জিল্যান্ডের সেই খুনির ভুলে বেঁচে গেছেন অনেক মানুষ’

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৯, ১৯:৪৩আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২০:১২

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের লিনউড মসজিদে খুনি ব্রেন্টন ট্যারান্ট ভুল পাশ দিয়ে প্রবেশ করেছে। এতে মসজিদের ভেতরে থাকা অনেক মুসল্লি লুকিয়ে পড়ার জন্য সময় পেয়েছেন। খুনির গুলি থেকে বেঁচে গিয়েছেন অনেকে। শুক্রবারের ওই বন্দুক হামলায় বেঁচে যাওয়া মোহাম্মদ আখিল উদ্দিন এ কথা জানিয়েছেন। নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

‘নিউ জিল্যান্ডের সেই খুনির ভুলে বেঁচে গেছেন অনেক মানুষ’

 

গত ১৫ মার্চ (শুক্রবার) নিউ জিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে নৃশংস সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত ও অপর ৫০ জন আহত হয়। ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট নামে স্বঘোষিত এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হামলার দৃশ্য সরাসরি ফেসবুকে সম্প্রচার করে। ওই ভিডিওতে তাকে নিজের বন্দুক দিয়ে নির্বিচারে গুলি ছুড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। ঘটনার পরই তাকেসহ চারজনকে আটকের কথা জানায় দেশটির পুলিশ। বেন্ট্রন ট্যারান্টের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

আখিল উদ্দিন জানান, শুক্রবার লিনউড মসজিদে প্রায় ১০০ জন মুসল্লি নামাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তিকে অপর পাশ মসজিদের মূল দরজার দিকে এগোতে দেখেন। সে মাত্র কয়েক মিটার দূরে ছিল। কিন্তু খুনি মসজিদের দরজা খুঁজে পায়নি। ফলে সে মসজিদের বাইরে থেকে জানালা দিয়ে গুলি করেছে। এরপরও সাত ব্যক্তি নিহত হয়েছেন। কিন্তু যদি খুনি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারতো তাহলে প্রাণহানি আরও বেশি হতো।

এই প্রত্যক্ষদর্শী বলেন, আমি নামাজ ভেঙে ফেলি এবং জানালা দিয়ে দেখি তিনজনের দেহ পড়ে আছে। আমি চিৎকার করে বলি, সবাই শুয়ে পড়ো, বাইরে কিছু ঘটছে। সবাই মেঝেতে শুয়ে পড়েছে। আমি সবাইকে নারীদের জন্য নির্ধারিত স্থানে চলে যেতে বলি। কারণ এটা ছিল নিরাপদ জায়গা। ভেতর থেকে তালা লাগানো যায়। এরপরই আমি খুনিকে দেখি। সে তখন আমার মাত্র ৬ থেকে ৮ ফুট সামনে ছিল।

আখিল উদ্দিন বলেন, যখন সে জানালার পাশে পৌঁছে যায় তখন আমাদের প্রায় সবাই লুকিয়ে পড়েছে। সবার মধ্যে ছিল আতঙ্ক। এটা ছিল এক ভয়ানক পরিস্থিতি। জানালা দিয়ে তার ছোড়া প্রথম গুলিতেই একজন লুটিয়ে পড়ে। মানুষ যখন এটা দেখতে পায় তখন আমরা নিরাপদ স্থানে গিয়ে দরজা লাগানোর চেষ্টা করছি। যদি সে মূল দরজা দিয়ে ভেতরে আসতে পারতো তাহলে মসজিদের সবাই হয়তো মারা যেত, কেউই বাঁচতো না।
আখিল জানান, আল নুর মসজিদের বিষয়ে সতর্ক করার জন্য তিনি পুলিশকে ফোন দেন। কিন্তু তিনি জানতেন না ইতোমধ্যে সেখানে খুনির গুলিতে ৪২ জন মারা গেছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
অভিবাসন সংকট: স্টুডেন্ট ভিসার নিয়ম কঠোর করলো অস্ট্রেলিয়া
প্রথম রোজার তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই
সর্বশেষ খবর
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি