X
শনিবার, ১৭ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্বাচনি সমাবেশে নিউ জিল্যান্ডের হামলার ভিডিও দেখিয়ে সমালোচনার মুখে এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৯, ২০:১৪আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২০:১৫
image

জনসমর্থন বাড়ানোর জন্য নির্বাচনি সমাবেশে নিউ জিল্যান্ডের দুই মসজিদে হামলার ভিডিও দেখানোয় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সমালোচনার মুখে পড়েছেন।  নিউ জিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স তুর্কি কর্মকর্তাদের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ওই ভিডিও দেখানোর কারণে দেশে-বিদেশে অবস্থান করা নিউ জিল্যান্ডের নাগরিকদের নিরাপত্তা ও ভবিষ্যৎ বিঘ্নিত হতে পারে। যেখানে অভিযুক্ত নিউ জিল্যান্ডের নাগরিক নয়, সেখানে এমনভাবে ভিডিও প্রচার করলে তা নিউ জিল্যান্ডকে ভুলভাবে উপস্থাপন করবে। সেটা ‘অন্যায্য।’ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এরদোয়ান তার সমাবেশে হামলাকারীর সম্প্রচারিত হত্যাকাণ্ডের লাইভ ভিডিওর ভিডিওর কিছু অংশ ও অভিযুক্তের তথাকথিত ইশতেহারের কিছু অংশ উপস্থাপন করেছিলেন। নির্বাচনি সমাবেশে নিউ জিল্যান্ডের হামলার ভিডিও দেখিয়ে সমালোচনার মুখে এরদোয়ান রবিবারের সমাবেশটি আয়োজনের প্রধান লক্ষ্য ছিল এই মাসের শেষে অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচনে আগে এরদোয়ানের দলের সমর্থন বাড়ানো। যদিও বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষের নিন্দা জানাতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। অন্তত তিনটি সমাবেশে ভিডিওর কিছু অংশ ও তথাকথিত ইশতেহারের নির্বাচিত অংশ তুলে ধরা হয়েছে। সমাবেশে এরদোয়ান বলেছিলেন, ‘তুরস্ককে লক্ষ্যবস্তু বানাতে চেয়েছিল নিউ জিল্যান্ডের দুই মসজিদে হামলাকারী অস্ট্রেলীয় নাগরিক। তুরস্কের মুসলমানদের বিরুদ্ধে সে হুমকি দিয়ে বলেছে, ইউরোপে তুর্কিদের কোনও ঠাঁই নেই। ’ এ সময় তিনি লাইভে সম্প্রচার করা হত্যাকাণ্ডের ভিডিও কিছু অংশ সমাবেশে উপস্থিত ব্যক্তিদের দেখান এবং তথাকথিত ইশতেহারের কিছু অংশ তুলে ধরেন।
এ ঘটনার প্রেক্ষিতে নিউ জিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স তুর্কি কর্মকর্তাদের বলেছেন, এভাবে হত্যাকাণ্ডের ভিডিওটি দেখানো ‘অন্যায়।’ এর মাধ্যমে বিদেশে থাকা নিউ জিল্যান্ডের নাগরিকরা বিপদাপন্ন হতে পারে। নিউ জিল্যান্ড সফরে যাওয়া তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে তার কথা হয়েছে। পিটার্সের ভাষ্য, ‘অভিযুক্ত নিউ জিল্যান্ডের নাগরিক নয়। এধরনের জিনিস আমাদের দেশকে ভুলভাবে উপস্থাপন করবে। এতে দেশের ভেতরে ও বাইরে থাকা নিউ জিল্যান্ডবাসীর ভবিষ্যৎ ও সুরক্ষা ঝুঁকির মধ্যে পড়বে।’
তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি'র মুখপাত্র ফয়েক ওজট্রাক এরদোয়ানের সমালোচনা করে বলেছেন, দুঃখজনক ঘটনা থেকে তুর্কি প্রেসিডেন্ট রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন। তিনি প্রশ্ন করেছেন, কয়েকটি ভোট পাওয়ার জন্য ভয়ানক রক্তাক্ত কাণ্ড দেখানো কি ঠিক?
শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। আল নূর মসজিদ ও লিনউডে অবস্থিত মসজিদে হামলার ঘটনায় নিহতের সংখ্যা ৫০ জনে উপনীত হয়েছে। হামলাকারী ব্রেন্টন ট্যারান্ট একজন ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদী,’ যে মনে করে ‘মুসলিমদের জন্য ভীতিকর পরিস্থিতি’ তৈরি করা উচিত এবং শ্বেতাঙ্গরা ‘গণহত্যার শিকার।’ সে তার তথাকথিত ইশতেহারে হামলার বিষয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছিল, যেখানে আলাদা করে বলেছিল তুর্কিদের কথা।

/এএমএ/এএ/
সম্পর্কিত
৪০ কোটি বছর আগের মাছের রহস্যভেদ করলেন চীনা বিজ্ঞানীরা
যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে পুনর্নির্বাচিত অস্ট্রেলিয়া সরকার
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
সর্বশেষ খবর
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কৃষককে পিটিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
কৃষককে পিটিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
রাজধানীর হাজারীবাগে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীর হাজারীবাগে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা