X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভারত-পাকিস্তানকে নতুন করে উত্তেজনা না বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৯, ১৯:৩৯আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৯:৪৭
image

পারমাণবিক শক্তিসম্পন্ন দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এখনও বজায় রয়েছে। জইশ ই মোহাম্মদের জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান যথাযথ ব্যবস্থা নেবে বলে মনে করছে না ট্রাম্প প্রশাসন। আর পাকিস্তান যদি তা না করে তবে তা ইসলামাবাদের জন্য চরম জটিলতা তৈরি করবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের এসব কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই কর্মকর্তা তার নাম প্রকাশ করেননি।

ভারতীয় বাহিনীর সদস্য
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সে দেশের আধাসামরিক বাহিনীর ওপর জইশ-ই-মোহাম্মদের স্বঘোষিত আত্মঘাতী হামলায় ৪০ জন নিরাপত্তাকর্মী নিহত হলে এই পর্যায়ের ভারত-পাকিস্তান উত্তেজনা শুরু হয়। হামলায় রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে বিমান হামলা চালায় ভারত। পরে ভারতের একটি বিমান ভূপাতিত করে পাকিস্তান, এর পাইলটকে আটক করা হয়। এরপর থেকেই দুই দেশের সংবাদমাধ্যমে ফলাও করে উঠে আসে পরস্পরের বিরুদ্ধে হামলা ও একে অন্যের হামলা প্রতিহত করার খবর। অবশেষে ভারতীয় পাইলটের মুক্তির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সাময়িক উত্তেজনা প্রশমনের ইঙ্গিত মিললেও আশ্বস্ত হতে পারছে না যুক্তরাষ্ট্র।

বুধবার ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনও দেখতে পাচ্ছি দুই পক্ষের সেনাবাহিনী সতর্ক অবস্থায় আছে। এতে আমরা বুঝতে পারছি যে, ঈশ্বর না করুক, যদি আরেকটি সন্ত্রাসী হামলা হয়ে যায় তবে আপনারা দেখবেন দ্রুতই পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে।’

ভারত তাদের মাটিতে সংঘটিত জঙ্গি হামলায় পাকিস্তানের মদদের কথা বলে আসছে বহুদিন ধরেই। আন্তর্জাতিক সম্প্রদায়ও ভারতের এই অবস্থানের সঙ্গে কমবেশি একমত। মার্কিন ওই কর্মকর্তা ইসলামাবাদকে এ ব্যাপারে সতর্ক করে বলেন, ‘পাকিস্তান যদি এ সংগঠনগুলোর বিরুদ্ধে টেকসই কোনও ব্যবস্থা না নেয় এবং নতুন করে যদি সন্ত্রাসী হামলা হয়, তবে তা পাকিস্তানের জন্য চরম সমস্যাজনক হবে। এতে নতুন করে উত্তেজনা বাড়তে পারে।’

পাকিস্তানের দাবি, তারা বেশ কয়েকজন চরমপন্থীকে গ্রেফতার করেছে এবং তাদের সম্পত্তি জব্দ করেছে। তবে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, ওই ধরপাকড়কে যথেষ্ট বলে মনে করে না ওয়াশিংটন। তিনি বলেছেন এ ব্যাপারে টেকসই ব্যবস্থা দেখতে চায় যুক্তরাষ্ট্র।

/এফইউ/
সম্পর্কিত
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট