X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সম্মিলন, শ্রদ্ধা ও নিরাপত্তার দৃঢ় বার্তা দেয় যে ছবি

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০১৯, ২১:১০আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৩:১৭

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্নের মাথায় হিজাব পরা ছবি প্রথমে বিশ্বের মনোযোগ কাড়ে। এবার ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় নিহতদের সমাধিতে নিরাপত্তায় নিয়োজিত এক তরুণ নারী পুলিশ কর্মকর্তা মাথায় হিজাব, হাতে অস্ত্র ধরা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এই ছবিটিকে সম্মিলন, শ্রদ্ধা ও নিরাপত্তার শক্তিশালী প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সম্মিলন, শ্রদ্ধা ও নিরাপত্তার দৃঢ় বার্তা দেয় যে ছবি

কনস্টেবল মিশেল ইভানের মাথায় কালভিন ক্লেইনে হিজাব, বুকে লাগানো লাল গোলাপ এবং হাতে ধরা রয়েছে বুশমাস্টার সেমি অটোমেটিক রাইফেল।

নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ’র ফটো সাংবাদিক অ্যালডেন উইলিয়ামস জানান, ছবিটি তোলার সময় সম্মিলন, শ্রদ্ধা ও নিরাপত্তার বিষয়টিই তার চোখে ধরা পড়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আমি ছবি তুলছি। কিন্তু হিজাব, অ্যাসল্ট রাইফেল ও গোলাপের কোনও সমন্বয় আমি এর আগে দেখিনি। এমনকি যদি তিনি এগুলোর কোনও একটি পরতেন তাহলেও বিষয়টি অন্যরকম হতো।

উইলিয়ামস জানান, বেশির ভাগ সংবাদমাধ্যম সমাধীস্থলে আসা শোকাহত পরিবারের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করেছিল। এখানেই নিহতদের কয়েকজনকে সমাহিত করা হয়েছে।

ছবিটি স্টাফ’র লাইভ ব্লগে প্রথমে প্রকাশ করা হয়। এরপর উইলিয়াম নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। কয়েক ঘণ্টার মধ্যেই তা অন্য ছবির তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ে।

এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘এই ছবিটি দারুণভাবে নিউ জিল্যান্ডের সহিষ্ণুতা, সমবেদনা, মানবতা ফুটিয়ে তুলেছে।’ আরেকজন লিখেছেন, ‘এই ছবিটি অনেক অসাধারণ, সুন্দর ও শক্তিশালী।’

সম্মিলন, শ্রদ্ধা ও নিরাপত্তার দৃঢ় বার্তা দেয় যে ছবি

ইভান বেড়ে ওঠেছেন ওয়াঙ্গানুই এলাকায় এবং সেখান থেকেই পুলিশে যোগ দেন। ২০১৬ সালে ২২ বছরেই তিনি জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তা হওয়ার আকাঙ্ক্ষার কথা।

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলায় ৫০ জন নিহতের ঘটনার এক সপ্তাহ পর দেশটির নারীরা মুসলিমদের প্রতি সংহতি জানাতে মাথায় হিজাব পরেছেন। শুক্রবার দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা হিজাব পরেন। অকল্যান্ডের চিকিৎসক থায়া আশমানের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়। হামলার পর শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের মানুষেরা আল নূর মসজিদের সামনে জড়ো হন। অকল্যান্ড, ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চের নারীরা হিজাব পরে ছবি তুলে তা প্রচার করছেন। অনেকের সঙ্গে তাদের সন্তানরাও ছিল।

/এএ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ