X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডের নির্বাচনকে ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ ঘোষণা করলেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৯, ২০:২০আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২০:২৫
image

আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষকরা মনে করছেন, থাইল্যান্ডে গত রবিবার (২৪ মার্চ) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। অন্তর্বর্তীকালীন এক প্রতিবেদনে তারা দাবি করেছেন, থাইল্যান্ডের সাধারণ নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। এ প্রক্রিয়াকে ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে পর্যবেক্ষকরা বলেছেন, এর মধ্য দিয়ে দেশটিতে অনাস্থা ও অনিশ্চয়তাজনিত পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচা (সেনাপন্থী ফালাং প্রাচারাত দলের নেতা তিনি)
আট বছর পর গত রবিবার (২৪ মার্চ) থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সালে সেনা অভ্যুত্থানের পর এটাই প্রথম নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণাকে তিন বার বিলম্বিত করেছে থাইল্যান্ডের নির্বাচন কমিশন। কোনোবারই এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়া হয়নি। আগামী ৯ মে’র আগে আনুষ্ঠানিক ফল ঘোষণার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। থাইল্যান্ডের ইতিহাসে নির্বাচনের পর ফল ঘোষণাকে ৪৫ দিন বিলম্বিত করার ঘটনা এবারই প্রথম। এরইমধ্যে নির্বাচনে অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এবার আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষকরাও থাইল্যান্ডের নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলে ঘোষণা করেছেন।

থাইল্যান্ডের নির্বাচনে নিজেদের পর্যবেক্ষণ নিয়ে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রকাশ করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)। এর হেড অব মিশন রোহানা হেট্টিয়ারাচচি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ‘আন্তর্জাতিক মানদণ্ড’ রয়েছে তা থাইল্যান্ডে মেনে চলা হয়নি। নির্বাচনি প্রস্তুতি চলার সময় থেকে শুরু করে নির্বাচনের দিন এমনকি ভোট গণনার ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করছে। প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় পর্যায়ে ব্যালট গণনার জন্র যে প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে তা অস্বচ্ছ। এ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

হেট্টিয়ারাচচি জানান, নির্বাচনি প্রস্তুতি চলার সময় থেকে নির্বাচনের দিন পর্যন্ত ভোটারদের ওপর চাপ সৃষ্টি করতে দেখা গেছে সেনাবাহিনীকে। ফালাং প্রাচারাতকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলো তারা। বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিগোচর হয় না, এমন দুর্গম এলাকাগুলোতে ভোটারদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। আনফ্রেলের পর্যবেক্ষণে পাওযা গেছে, একটি দরকে সুবিধা দেওযার জন্য সরকার ক্ষমতা ও সম্পদের অপব্যবহার করেছে। বিশেষ করে গ্রাম এলাকাগুলোতে এমনটা করতে দেখা গেছে। একে ভোট কেনা বলে উল্লেখ করেছে আনফ্রেল।

হেট্টিয়ারাচচি আরও বলেন, ‘দেশজুড়ে সরাসরি ভোট বেচাকেনার খবর পেয়েছি আমরা। তবে কেউ প্রমাণ নিয়ে সামনে এগিয়ে আসছে না।’

থাইল্যান্ডে দুই বিরোধী রাজনৈতিক দলই এখন নিজেদেরকে বিজয়ী বলে দাবি করছে। অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, গণতন্ত্রপন্থী দল ফিউ থাই পার্টি ১৩৭টি আসনে জয় পেয়েছে। আর সেনাপন্থী দল ফালাং প্রাচারাত পপুলার ভোটগুলোর একটি বড় অংশ পেয়েছে। এককভাবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৫০ আসন নিশ্চিত করতে পারেনি কোনও দলই। দুই দলই ছোট ছোট দলগুলোর সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। 

/এফইউ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…