X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাগর থেকে উদ্ধার পেয়ে জাহাজ ছিনতাই

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৯, ০৭:৪৭আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৭:৫১

লিবিয়া উপকূল থেকে শতাধিক ব্যক্তিকে উদ্ধারের পর ছিনতাইয়ের শিকার হয়েছে খোদ উদ্ধারকারী জাহাজটিই। সাগর থেকে উদ্ধার পাওয়ার পর ইউরোপে অভিবাসী হতে ইচ্ছুক এসব ব্যক্তিরা যখন জানতে পারে যে তাদেরকে আবার লিবিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে তখন তারা জাহাজের গতিপথ পাল্টাতে বাধ্য করে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, জাহাজটিকে মাল্টার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যোগাযোগ করা সম্ভব হচ্ছে না জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে। সাগর থেকে উদ্ধার পেয়ে জাহাজ ছিনতাই নৌকায় চড়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে চাওয়া আফ্রিকার অধিবাসীরা অনেক সময়ই সাগরে দুর্ঘটনায় পতিত হন। বহনকারী নৌকাগুলো মাঝ সাগরে ডুবে গেলে তাদেরকে উদ্ধার করে ইতালীয় বন্দরে পৌঁছে দেওয়া হতো। এ কাজ যেমন করত অন্য দেশের স্বেচ্ছাসেবী সংগঠন, তেমনি ইতালীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ। ইতালি সে প্রক্রিয়ার বিরুদ্ধে কঠিন অবস্থান গ্রহণ করেছে। কিন্তু তারপরও সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা অব্যাহত রয়েছে।
ইতালীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এলহিবলু নামের একটি জাহাজ লিবীয় উপকূল থেকে ১০৮ জনকে উদ্ধার করে। জাহাজটি উদ্ধারকৃতদের নিয়ে লিবিয়ার দিকে যেতে থাকে। কিন্তু ত্রিপলি থেকে ৬ নটিক্যাল মাইল দূরে থাকতেই জাহাজটি তার গতিপথ পরিবর্তন করে এবং মাল্টার দিকে যেতে থাকে। এদিকে এ ঘটনার প্রেক্ষিতে অভিবাসীদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া ইতালির ডানপন্থী উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভেনি বলেছেন, ইতালির বন্দর তাদের জন্য বন্ধ থাকবে। তার ভাষ্য, ‘এরা অভিবাসী হতে ইচ্ছুক ব্যক্তি নয়, দস্যু। তারা ইতালিকে দেখতে পারবে শুধু দূরবীন দিয়ে।’
মাল্টার একজন সেনা কর্মকর্তা নিশ্চিত করেছেন, জাহাজটি ছিনতাইয়েরই শিকার হয়েছে। এর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। জাহাজটিকে কোনওভাবেই মাল্টার বন্দরে ভিড়তে দেওয়া হবে না।
বুধবার (২৭ মার্চ) ইউরোপীয় ইউনিয়ন বলেছে, মানবপাচার প্রতিরোধে লিবিয়া উপকূলে তাদের নৌযানগুলো আর টহল দেবে না। এসব টহল নৌযানগুলো সমুদ্র থেকে বহু অভিবাসী হতে ইচ্ছুক ব্যক্তিকে উদ্ধার করে ইতালির বন্দরে নিয়ে আসত একসময়। কিন্তু ‘অপারেশন সোফিয়া’ নামের এই কার্যক্রম আর চালানো হবে না। কারণ ইতালি বলেছে, এটি চলমান থাকলে তারা ইউরোপীয় ইউনিয়নের যেকোনও জলযানের চলাচালের বিরুদ্ধে অবস্থান নেবে।

/এএমএ/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান