X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মোদির বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ নির্বাচন কমিশনের

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৯, ০৪:০০আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৪:১১
image

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আনা বিরোধীদের আচরণবিধি ভঙ্গের অভিযোগ নাকচ করে দিয়েছে সে দেশের নির্বাচন কমিশন।  ২৭ মার্চ বুধবার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে (বুধবার) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে চতুর্থ দেশ হিসেবে মহাকাশে ভারতের স্যাটেলাইট ধ্বংসের সক্ষমতা ঘোষণা করেন মোদি। এরপর তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে বিরোধীরা। তবে এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, মোদির ওই ভাষণে সরকারী সংবাদমাধ্যমের অপব্যবহার সংক্রান্ত আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়নি।

মোদির বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ নির্বাচন কমিশনের

বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাকাশে তার দেশের নতুন সক্ষমতা ঘোষণা করেন। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। বলেন, ভারতের জন্য এ-এক বিশাল মুহূর্ত। এর জন্য আমাদের সবাই গর্ব করতে পারি। আমরা শুধু আমাদের ভূমি, পানি আর আকাশকে রক্ষা করতে পারি তাই নয় বরং এখন মহাশূন্যকেও করতে পারি। প্রধানমন্ত্রীর ওই ভাষণ আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। তাদের দাবি, সংবাদমাধ্যমের অপব্যবহার করে মোদির দেওয়া ওই ভাষণ ভোটারদের প্রভাবিত করতে পারে।


সংবাদমাধ্যমের ব্যবহার সংক্রান্ত আদর্শ আচরণবিধির বিধান অনুযায়ী, ক্ষমতায় থাকা দল, সরকারি টাকা খরচ করে ভোটের আগে তাদের সাফল্য প্রচার করতে পারে না। তবে মোদির স্যাটেলাইন সংক্রান্ত সাফল্য প্রচারে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ব্যবহারের ঘটনায় নির্বাচন কমিশন তাদের বিবৃতিতে জানিয়েছে, 'কমিটি সিদ্ধান্তে পৌঁছেছে, সরকারী সংবাদমাধ্যমের অপব্যবহার সংক্রান্ত আদর্শ আচরণবিধির চার এবং পাঁচ নম্বর প্রচ্ছদ অনুযায়ী, এই ঘটনায় হয় নি।' কমিশন সূত্র আগেই এনডিটিভিকে জানিয়ে দিয়েছিল জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট কোনও ঘোষণার ক্ষেত্রে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ব্যবহারে আচরণবিধি লঙ্ঘিত হয় না। 

/বিএ/
সম্পর্কিত
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
শ্রীলঙ্কায় গভীর সমুদ্রবন্দর ও বিমানবন্দর তৈরি করবে চীন
সর্বশেষ খবর
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি